Jhargram News : ৫ BDO বদল এক ধাক্কায়! নবান্নর সিদ্ধান্ত নিয়ে চর্চা, তোলপাড় এই জেলা – jhargram districts five bdos transfers from their post by nabnna west bengal


দুর্গাপুজোর মুখে ঝাড়গ্রামের মহকুমা শাসকের বদলির পর এক ধাক্কায় বদলি হলেন ঝাড়গ্রামের পাঁচজন বিডিও। ২০১৮-এর পঞ্চায়েত নির্বাচনের পর এক ধাক্কায় বদলি হয়েছিল ঝাড়গ্রামের ৫টি ব্লকের বিডিও। তুলনামূলকভাবে তরুণ বিডিওদের নিয়ে আসা হয়েছে ওই পদে। মাঝখানে জেলার কয়েকটি বিডিওকে বদল করা হলেও এক ধাক্কায় জেলার পাঁচ বিডিওর বদলি কার্যত নজিরবিহীন। রাজ্য সরকারের তরফে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

জানা গিয়েছে, ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের ডিও অভিগ্না চক্রবর্তীকে বদলি করে হাওড়া জেলার উলুবেড়িয়ার ২ ব্লকের বিডিও করে পাঠানো হয়েছে। ঝাড়গ্রামের বিডিও হয়ে আসছেন জয় আহমেদ। তিনি কালিম্পং জেলার হেড কোয়াটারে ডিএম-ডিসি পদে কর্তব্যরত ছিলেন।

অন্যদিকে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্রকে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বিডিও করে পাঠানো হয়েছে। গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও হয়ে আসছেন শ্যামসুন্দর মিস্ত্রি । তিনি মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের বিডিও ছিলেন। জামবনি ব্লকের বিডিও সৈকত দে কে হাওড়া জেলার সাঁকরাইল ব্লকের বিডিও করে পাঠানো হয়েছে । তার পরিবর্তে জামবনি ব্লকের বিডিও হয়ে আসছেন দেবব্রত জানা। তিনি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের বিডিও ছিলেন।

PAR West Bengal : পুজোর ছুটি শুরুর আগে জেলা প্রশাসনে বড় রদবদল, বড় সিদ্ধান্ত নবান্নের
বদলি করা হয়েছএ নয়াগ্রামের ব্লকের বিডিওকেও। নয়াগ্রাম ব্লকের বিডিও ঋতুপর্ণা বাঁকুড়া ১ ব্লকের বিডিও করে পাঠানো হয়েছে। তাঁর পরিবর্তে নয়াগ্রামের বিডিও হয়ে আসছেন সুদীপ্ত রায়। তিনি উত্তর ২৪ পরগনা জেলার হেডকোয়ার্টারে ডিএম-ডিসি পদে কর্মরত ছিলেন। বিনপুর ২ নম্বর ব্লকের বিডিও বরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর ২ ব্লকের বিডিও করে পাঠানো হয়েছে। তাঁর পরিবর্তে বিডিও হয়ে আসছেন সুমন ঘোষ। তিনি পূর্ব মেদিনীপুর জেলার এগরা ব্লকের বিডিও ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ঝাড়গ্রামের মহকুমা শাসক বাবুলাল মাহাতোকে বদলি করা হয়েছিল। তিনি বীরভূম জেলার অতিরিক্ত জেলাশাসক পদে বদলি হয়েছেন। এছাড়াও জেলা শাসকের দফতরের একাধিক আধিকারিককে বদলি করা হয়েছে। এ প্রসঙ্গে ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, ‘আমাদের কাছে বিডিওর বদলির নির্দেশিকা এসে পৌঁছেছে। নিয়ম অনুযায়ী কার্যকর করা হবে।’

প্রসঙ্গত পুজোর মুখে প্রশাসনিক স্তরে বড় ঝাঁকুনি দিল সরকার। বিডিও স্তরের পাশাপাশি IAS স্তরে বদলি করা হয়। ২৮২ জন বিডিওকে অন্যত্র বদলি করা হয়েছে। সব মিলিয়ে মোট ৩৬৯টি BDO পদে রদবদল করা হয়েছে। ঝাড়গ্রামের পাশাপাশি বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার বিডিওদেরও বদল করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *