Same Sex Marriage : ৩ মাস আগেই সেরেছিলেন বিয়ে , সুপ্রিম রায়ের পর কী প্রতিক্রিয়া বনগাঁর মৌসুমী-মৌমিতার? – kolkata lgbtq community speaks after supreme court verdict on same sex marriage


সমপ্রেমী বিয়েকে স্বীকৃতি দেয়নি সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্ত আইনসভার হাতে ছেড়েছে দেশের সর্বোচ্চ আদালত। আর এই রায়ের পর LGBTQIA কমিউনিটির তরফে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। কলকাতার কিছু LGBTQIA কমিউনিটির জন্য আন্দোলনকারী মনে করছেন, এই রায় একেবারেই যুক্তযুক্ত। সেই সময় অপর অংশ হতাশা প্রকাশ করেছেন।

কলকাতার LGBTQIA-কমিউনিটির প্রতিক্রিয়া
২০২৩ সালে ভালোবেসে প্রেমিকা মৌসুমী দত্তকে বিয়ে করেছিলেন মৌমিতা পোদ্দার। উত্তর কলকাতার বেলগাছিয়ার একটি মন্দিরে তাঁরা গাঁটছড়া বেঁধেছিলেন।

সুপ্রিম রায়ের পর মৌমিতা বলেন, “কোনও রায়ই আমাদের একে অপরের প্রতি ভালোবাসা বদলে ফেলবে না। আমাদের বিয়ের চার পাঁচমাস হয়ে গেল। আমরা একসঙ্গে অত্যন্ত খুশি। যদি সমপ্রেমী বিয়েকে আইনি সম্মতি দেওয়া হত সেক্ষেত্রে আমি হয়তো একটু অবাক হতাম।”

তিনি আরও বলেন, “আমরা বিয়ে করেছি একে অপরকে ভালোবাসি বলে। যদি সমাজ আমাদের স্বীকৃতি না দেয় এবং আমরা শান্তিতে থাকতে পারি সেক্ষেত্রেও আমরা খুশি।”

অন্যদিকে, জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় যিনি দীর্ঘদিন ধরেই LGBTQIA সম্প্রদায়ের অধিকারের জন্য লড়াই করছেন তিনি হতাশা প্রকাশ করেন এই রায়ের পর। তাঁর কথায়, “সমপ্রেমী বিয়ে এখনও আইনি সম্মতি পেল না এতে আমি অত্যন্ত হতাশ। আমি মনে করি সকলের সমান অধিকার রয়েছে। তা অবশ্যই লিঙ্গ নির্বিশেষে হওয়া উচিত। আমি আশা করব ভবিষ্যতে এই দৃশ্য বদলাতে চলেছে।”

Same Sex Marriage Verdict Live : সমপ্রেমী বিয়েতে কেন আইনি স্বীকৃতি নয়? প্রধান বিচারপতির সঙ্গে কোথায় দ্বিমত বাকিরা?
উল্লেখ্য, ২০২২ সালে ৩ জুলাই ধুমধাম করে নিজের প্রেমিককে বিয়ে করেছিলেন অভিষেক। কলকাতাতে তিনিই প্রথম এই সাহসী পদক্ষেপ নিতে পেরেছিলেন।

অন্যদিকে, LGBTQA কমিউনিটির জন্য আন্দোলনকারী পবন ঢাল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ প্রসঙ্গে বলেন, “আমি এই রায়ে অবাক হচ্ছি না। তবে একটু হতাশ হয়েছি। আমি সমপ্রেমীদের লিভ ইন সম্পর্ক নিয়ে কিছুটা সমর্থন আশা করেছিলাম। কারণ কিছু বিচারপতিও এই নিয়ে কথা বলেছিলেন।”

সমলিঙ্গ বিবাহে ‘না’! রায়ে হতাশ নন রঞ্জিতা! লড়াই চলবে!

তিনি আরও বলেন, “আমার মনে হয় আদালত বিয়ের বিষয়ে খুব একটা কোনও হস্তক্ষেপ করবে না এবং তা কেন্দ্রের উপর ছেড়েছে। তবে সরকারের তরফে আমার খুব কম প্রত্যাশা রয়েছে।” তবে লড়াই করার পর যেমন তাঁদের কিছু হার হয়েছে, তেমনই কিছু জয়ও হয়েছে বলে মন্তব্য পবন ঢালের।

রাজ্যের সব খবর মুহূর্তে পেতে যোগ দিন এই সময় ডিজিটাল-এর হোয়াটসঅ্যাপ চ্যানেলে। ক্লিক করুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *