Siliguri News : বাস-ট্রাক ‘নো এন্ট্রি’, গাড়ি চলাচল বন্ধ একাধিক রাস্তায়! পুজোর শিলিগুড়িতে ‘কঠোর’ বন্দোবস্ত – durga puja 2023 siliguri police takes several initiative to control city traffic


শুরু হয়ে গিয়েছে পুজোর উদ্বোধন। মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল নামতেই শিলিগুড়িতে শহরে শুরু হয়ে যাচ্ছে ‘ট্রাফিক রেস্ট্রিকশন’। পঞ্চমী থেকে শিলিগুড়ি শহরের ভেতরে ঢুকতে পারবে না বাস, ট্রাক। এছাড়াও শহরের বহু রাস্তায় যান চলাচল বিকেল ৪ টা থেকেই নিষিদ্ধ করা হচ্ছে। এই পুলিশি বন্দোবস্তে একদিকে যেমন গাড়িচালকদের সুবিধা হবে, তেমনই দর্শনারথীদের অনেকেই সমস্যায় মধ্যে পড়বেন।

প্রত্যেক বছর দুর্গাপুজোয় শিলিগুড়ির বেশকিছু রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। এবছরও আগেভাগেই সেই নিয়ন্ত্রণ হচ্ছে। শিলিগুড়ি কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, ২৭ অক্টোবর পর্যন্ত থাকবে বিধিনিষেধ। তবে পরিস্থিতি অনুযায়ী কিছু জায়গায় ট্রাফিকের গতিবিধি সাময়িকভাবে শিথিল করা হবে বলে জানান ট্রাফিক পুলিশ কর্তারা।

কোথা থেকে ছাড়বে বাস

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুজোর দিনগুলিতে জংশন থেকে দূরপাল্লার বাসগুলি ছাড়বে। কলকাতা, রাঁচি, বিহার সহ বিভিন্ন রুটের বাসগুলি মাটিগাড়া পরিবহন নগর থেকে ছাড়বে। অন্যদিকে সিকিম, মালবাজার, বানারহাট, কালিম্পং রুটের বাসগুলি ছাড়বে সেবক রোডের পিসি মিত্তল বাসস্ট্যাণ্ড থেকে। জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার সহ বিভিন্ন রুটের বাসগুলি কাওয়াখালি, তিনবাত্তি থেকে ছাড়বে বলেই জানা গিয়েছে।

যান চলাচল নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ

বিকেল ৪টে থেকে ভোর ৪টে অবধি যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শহরের মধ্যে দিয়ে ট্রাকগুলি চলতে পারবে না। ইস্টার্ন বাইপাস হয়ে পণ্যবাহী ট্রাকগুলি চলবে। এনজেপি স্টেশন (New Jalpaiguri Station) যেতেও ঘুরপথ ব্যবহারের কথা বলা হচ্ছে। কারণ নিউ জলপাইগুড়ি যাওয়ার মেইন রোডে দুটি বড় পুজো হয়। যেকারণে সেখান দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। ইস্টার্ন বাইপাস, নৌকাঘাট হয়ে এনজেপি স্টেশনের দিকে যাওয়া যাবে।

Durga Puja Kolkata Traffic : চতুর্থীর সকালে ট্রাফিক জ্যামে জেরবার! বসের বকুনি এড়াতে কোন রাস্তা ধরবেন?
অন্যদিকে গাড়ি, বাইকের ক্ষেত্রেও বিভিন্ন রাস্তায় প্রবেশ নিষেধ থাকবে। ভিড় দেখে হিলকার্ট রোড, বিধান রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এছাড়াও মণ্ডপগুলির সামনে দিয়ে কোনও যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। পরিবর্তে ভেতরের রাস্তাগুলি দিয়ে গাড়ি, বাইক চলতে পারবে। সারারাত শহরজুড়ে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে বলেই জানা গিয়েছে। পুলিশ কমিশনার সি সুধাকর জানান, ট্রাফিক নিয়ে বেশকিছু আলোচনা হয়েছে। অন্যান্য বছর যে নিয়ম থাকে সেই নিয়মই থাকছে। এছাড়াও সিসি ক্যামেরার মাধ্যমে শহরের ভিড়ের উপর নজর রাখবে পুলিশ। পাশাপাশি যানজট পরিস্থিতির উপরও নজর রাখা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *