Thakurpukur Incident: পুজোর কলকাতায় প্রকাশ্যে তরুণকে কুপিয়ে খুন, চতুর্থীর সকালে ঠাকুরপুকুরে ভয়াবহ ঘটনা – a man stabbed by miscreants in daylight at thakurpukur kolkata


দেবীপক্ষের আজ চতুর্থ দিন। উৎসবে মাতোয়ারা কলকাতায় ভয়াবহ ঘটনা। চতুর্থীর সকালে প্রকাশ্য রাস্তায় এক যুবকের উপর এলোপাথারি হামলা। রাস্তার উপরই কুপিয়ে খুন করা হল এলাকার এক তরুণকে। ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর থানার অন্তর্গত এলআইসি বাজার এলাকায়। মৃত যুবকের নাম অনিমেষ সিং।

সাত সকালে ভয়াবহ ঘটনা

জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে আটটার সময় প্রতিদিনের মতো ঠাকুরপুকুর এলাকার এলআইসি বাজার মোড় দিয়ে ফেরার সময় অনিমেষের উপর হামলা হয়। স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে সময় নিজের বোনকে টিউশনিতে দিয়ে ফিরছিলেন অনিমেষ সিং। হঠাৎই রাস্তা রুখে দাঁড়ায় এক ব্যক্তি। স্কুটি থামতেই নামিয়ে সোজা যুবকের রাস্তায় বুকে ঢুকিয়ে দেয় ধারালো অস্ত্র। বুকের এক পাশ থেকে পেট অবধি চিরে ফালা ফালা করে দেওয়া হয় যুবককে। আহত অবস্থায় রক্তাক্ত দেহে লুটিয়ে পড়ে সে। মুহূর্তের মধ্যে ঘটে যায় এই ঘটনা।

রাস্তাটি অপেক্ষাকৃত ফাঁকা হওয়ায় আশপাশে কেউ ছিলেন না। সিসিটিভি ফুটেজে দেখা যায় হলুদ টি-শার্ট পরা একটি লোক গলি থেকে বেরিয়ে আসছে। তার চালচলনে সন্দেহ হওয়ায় স্থানীয় কয়েকজন গলির ভিতরে এসে রক্তাক্ত অবস্থায় অনিমেষকে পড়ে থাকতে দেখে সব বুঝতে পারেন। এরপর বেশ কয়েকজন আততায়ীর পিছনে ধাওয়া করেন। কিন্তু তাঁকে ধরা যায়নি। পরে সিসিটিভি দেখে আততায়ীকে সন্দেহে একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে ঠাকুরপুকুর থানা।

কেন খুন?

অন্যদিকে, আহত রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা অনিমেষ সিংকে তুলে নিয়ে এসএসকেএম-এ নিয়ে যায় স্থানীয়রা। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। তবে কী কারণে এই খুন এখনও পরিষ্কার না। পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। প্রশ্ন করা হচ্ছে প্রত্যক্ষদর্শীদেরও। সকালে বেলায় এরকম একটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে ঠাকুরপুকুর থানার পুলিশ এবং যে স্থানের ঘটনাটি ঘটেছে সেটা ঘিরে রেখেছে ঠাকুরপুকুর থানার পুলিশ।

প্রাথমিক তদন্তে অনুমান, আচমকা হামলা নয়, পরিকল্পনা করেই প্রাণঘাতী আঘাত। পুরনো কোনও শত্রুতা নাকি প্রেমঘটিত কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। ওই রাস্তা দিয়ে বোনকে কোচিংয়ে নিয়ে যেতেন অনিমেষ। তাঁর গতিবিধির উপর নজর রেখেই আগে থেকেই ঠাকুরপুকুরের ওই এলআইসি মোড়ে অপেক্ষা করছিল আততায়ী বলে সন্দেহ। সব মিলিয়ে কলকাতার রাস্তায় দিনের আলোয় এমন ঘটনায় ব্যাপক আতঙ্কে সকলে। পাড়ার ছেলের সঙ্গে দিনে দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *