‘কাকুর সঙ্গে মিলন কতদিনে…?’ অভিষেককে নাম না করে কটাক্ষ সুকান্তর – sukanta majumdar attacks abhishek banerjee on kalighater kaku related issue


কাকুর সঙ্গে ভাইপোর মিলন কবে? সবাই জানতে চায় সেটা! লিপস অ্যান্ড বাউন্ড মামলায় গ্রেফতার হওয়া কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র এবং তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টেনে চরম কটাক্ষ সুকান্ত মজুমদারের।

চিঠি পাঠায় ইডি

উল্লেখ্য, প্রেসিডেন্সি জেল এবং এসএসকেএম হাসপাতালকে আজই চিঠি পাঠায় ইডি। সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার কথা জানতে চেয়ে চিঠি পাঠানো হয়। সেই প্রসঙ্গেই বলতে দিয়ে এদিন বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘আমরাও তো সেটা জানতে চাই, কাকু কেমন আছে। কাকুর সাথে ভাইপোর মিলন হবে কত দিনে?’

হাবড়ায় ব্যবসায়ীকে গুলি

চতুর্থীর রাতে হাবড়ায় এক ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। স্থানীয় এক ব্যবসায়ীর পায়ে গুলি করে পালায় দুষ্কৃতীরা। পুজোর মুখেই একাধিক ছিনতাইয়ের ঘটনা আশঙ্কা বাড়িয়েছে। এ প্রসঙ্গে সুকান্ত বলেন, ‘দেখুন তোলা দেয়নি হয়তো। গোটা রাজ্যে এরকম সিন্ডিকেট চলছে। যারা তোলা দেবে না তাদেরকে গুলি খেতে হবে। হাবড়া কার রাজত্ব আপনারা জানেন। সবে তার একটা সাগরেদ ধরা পড়েছে। আরও এরকম প্রচুর সাগরেদ আছে, তারা ধরা পড়বে।’

তৃণমূলের গোষ্ঠী কোন্দল

খড়দা পুরসভায় ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সরব তৃণমূল কাউন্সিলর। বিষয়টি নিয়ে নতুন করে চর্চা রাজনৈতিক মহলে। খড়দা পুরসভার কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসায় অস্বস্তি শাসক শিবিরে। তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রসঙ্গে সুকান্ত বলেন, ‘সব জায়গায় কোন্দল আছে। মাল তোলো আর ভাগ নাও। আর মাল না পেলেই কোন্দল।’

রেশন দুর্নীতি : কারা পেল সরকারি চাল-আটা? দেখবে ইডি
পুজো উদ্বোধনে সুকান্ত

আজ বৃহস্পতিবার মহা পঞ্চমীর পূণ্য লগ্নে বাগুইআটি থানার অন্তর্গত রেলপুকুর সংলগ্ন দুর্গাবাড়ি ৮৫ তম দুর্গা পুজার শুভ উদ্ধোধন করলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত উত্তর কলকাতা জেলা সভাপতি অরজিত বক্সী এবং সহ সভাপতি স্বপন রায় চৌধুরী।
দুর্গোৎসব নিয়ে সুকান্ত জানান, পুজো বাঙালির হৃদয়ের উৎসব। মা আসছেন আমাদের মাঝে। এটা আমাদের কার্যকর্তার বাড়ির প্রায় ৭৭ বছরের পুরনো পুজো। বাংলাদেশ থেকে এই পুজো শুরু হয়ে আজকে এখানে এসেছে। এটাও একটা বিশেষ স্মরণ করার বিষয়, আমরা বাংলাদেশ থেকে মাকে এখানে আনতে বাধ্য হয়েছিলাম। আজকের দিনে এটাও স্মরণ করা প্রয়োজন। পুজোর অঞ্জলি দিতে আগামী রবিবার কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা আসছেন বলেও জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *