কী ঘটনা ঘটেছে?
পঞ্চমীর ভোর রাতেই ছিনতাইয়ের চেষ্টা বানচাল করল বিধাননগর কমিশনারেটের পুলিশ। জানা গিয়েছে, লেক টাউন থার্ড লেনের কাছে ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে এমনই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন কলকাতার বাসিন্দা এক দর্শনার্থী।
কী জানালেন ভুক্তভুগী?
দর্শনার্থী জানান, লেক টাউনের একটি নামী পুজো মণ্ডপ পরিদর্শন করে থার্ড লেন দিয়ে হাঁটার সময় তিন যুবক তাঁকে অনুসরণ করতে থাকে। এরপরই সুযোগ পেয়ে ওই মহিলার থেকে গলার হার ছিনতাই করার চেষ্টা করে তিনজন। মহিলার চিৎকারে হাতেনাতে তিনজনকে ধরে ফেলে স্থানীয়রা। এরপরই লেকটাউন থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তিন অভিযুক্তকে গ্রেফতার করে।
পুলিশ কী জানাচ্ছে?
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মহম্মদ সিকান্দার, মহম্মদ ইমরান এবং মহম্মদ তাসলিম। এরা তিনজনেই নিউটাউন এলাকার বাসিন্দা। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নেয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর।
পুজোয় ছিনতাই আতঙ্ক
পুজোর আগেই ছিনতাইয়ের আশঙ্কা নিয়ে সতর্কবার্তা জারি করেছিল কলকাতা ও বিধাননগর পুলিশ। বিভিন্ন কৌশলে ছিনতাইয়ের অপরাধের সংখ্যা গত কয়েকদিনে অনেকটাই বেড়েছে বলে পুলিশ সূত্রে খবর। কলকাতা পুলিশ আগেই জানিয়েছিল, গত কয়েক সপ্তাহে বাসযাত্রীদের থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার অপরাধ ঘটছে শহরে। স্টপেজে বা সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাসের জানলা দিয়ে ছিনতাই করে পালাচ্ছেন দুষ্কৃতীরা। কলকাতা পুলিশ সূত্রে খবর, বিশেষত দক্ষিণ কলকাতার মোমিনপুর, রিমাউন্ট রোড, একবালপুর, খিদিরপুর এলাকায় এই ধরনের নয়া কৌশলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
পুজোর মধ্যে শহরের রাস্তায় অতিরিক্ত পুলিশ নামানো হয়েছে। তার মধ্যেও ফের লেক টাউন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় বাড়ছে আতঙ্ক। উল্লেখ্য, চতুর্থীর রাতে উত্তর ২৪ পরগনা জেলায় হাবড়ায় একটি ছিনতাইয়ের ঘটনায় হইচই পড়ে যায়। এমনকি, ছিনতাইয়ে বাধা দেওয়ার পর দুষ্কৃতীরা গুলি চালায় বলেও অভিযোগ। এলাকার এক ব্যবসায়ীর পায়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ফের শহর কলকাতায় মাঝে ছিনতাইয়ের ঘটনা সাধারণ দর্শনার্থীদের নিরাপত্তা নিয়েও প্রশ্নচিহ্ন তুলে দিল।