Anubrata Mondal News : বিচারকদেরও হুমকি দিচ্ছেন কেষ্ট, অভিযোগ CBI-র – anubrata mondal is also threatening judges alleges cbi


এই সময়, নয়াদিল্লি: এবারের দুর্গাপুজোটা তিহার জেলেই কাটবে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর। গোরু পাচারের তদন্তে সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্টে জামিনের আর্জি জানানো হয়েছিল কেষ্টর তরফে। তবে বুধবার শীর্ষ আদালতেও সুরাহা পেলেন না জেলবন্দি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত৷ এদিন জামিন মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন বেঞ্চ জানতে চায়, গোরু পাচার মামলার তদন্ত এখন কোন পর্যায়ে আছে?

সিবিআই কৌঁসুলি অতিরিক্ত সলিসিটার জেনারেল এসভি রাজু জানান, মামলার তদন্ত এগোচ্ছে৷ অনুব্রতর আইনজীবী দাবি করেন, গোরু পাচার মামলার মূল অভিযুক্ত না হওয়া সত্ত্বেও টানা ১৪ মাস ধরে জেল হেফাজতে দিন কাটাতে হচ্ছে তাঁর মক্কেলকে। তিনি জামিন পাচ্ছেন না৷ জামিন একজন অভিযুক্তর ন্যায়সঙ্গত অধিকার হওয়া সত্ত্বেও বারবারই তাঁর জামিনের আর্জি খারিজ করা হচ্ছে অযৌক্তিক ভাবে৷

রাজুর পালটা সওয়াল, ‘অনুব্রত মণ্ডল প্রভাবশালী৷ জেল থেকে বেরলেই তিনি তদন্তকে প্রভাবিত করবেন, যা ইচ্ছে তাই করবেন৷ এটা একেবারেই কাঙ্ক্ষিত নয়৷’ তাঁর সংযোজন, ‘অনুব্রত মণ্ডল এতটাই প্রভাবশালী, তিনি বিচারকদের হুমকি পর্যন্ত দিচ্ছেন৷’ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দুই বিচারপতিকে বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করতে দেখা যায়৷

এর পরে বিচারপতি বসু বলেন, ‘এই মর্মে প্রয়োজনে কলকাতা হাইকোর্টের কাছে আবেদন করুক সিবিআই৷ হাইকোর্ট এই অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে৷’ এদিন কেষ্টর জামিনের পক্ষে জোরালো সওয়াল করতে গিয়ে তাঁর আইনজীবী দাবি করেন, গোরু পাচার মামলায় যাঁরা ঘুষ দিয়েছেন এবং যাঁরা ঘুষ নিয়েছেন, তাঁরা সবাই জামিন পেয়েছেন, অথচ অনুব্রত জামিন পাননি৷

Anubrata Mondal : পুজোতেও তিহাড়েই থাকতে হবে অনুব্রতকে, জামিনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
এই যুক্তি খণ্ডন করে রাজুর দাবি, ‘উনি জামিন পাওয়ার যোগ্য নন৷’ বিচারপতি বসু জানতে চান, কতদিন লাগবে এই মামলার তদন্ত শেষ করতে৷ তাঁর মন্তব্য, ‘অনির্দিষ্ট কাল ধরে একটি মামলার তদন্ত চলতে পারে না।’ চার সপ্তাহ পরে হবে এই মামলার পরবর্তী শুনানি৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *