Cyber Crime : ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ! থানায় অভিযোগ দায়ের হতেই ব্যবস্থা নিল পুলিশ – cyber crime case solved purba medinipur district police returns more than four lakh rupees to person


সাইবার প্রতারকদের হানায় টাকা গায়েবের ঘটনা প্রায় রোজই শোনা যায়। নানা ফন্দি ফিকির করে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কষ্টের উপার্জন উধাও করে প্রতারকরা। এরমধ্যেই পুলিশের তৎপরতায় সাইবার অপরাধীদের পাতা ফাঁদে পা দিয়ে খোয়া যাওয়া টাকা উদ্ধার করল পুলিশ। খোয়া যাওয়া টাকা গ্রাহকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় এই ঘটনাটি ঘটেছে।

বুধবার পূর্ব মেদিনীপুর সাইবার ক্রাইম থানার তরুণ অফিসার সৌরভ মিত্রর প্রচেষ্টায় এই টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। খোয়া যাওয়া ৪ লাখ ২৭ হাজার টাকা উদ্ধার করে গ্রাহকের হাতে তুলে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ব্যাঙ্কের তরফে সেই টাকা ডিমান্ড ড্রাফট করে গ্রাহকের নামে পাঠানো হয়। পূর্ব মেদিনীপুর জেলার ক্ষেত্রে বেসরকারি ব্যাঙ্কেরে তরফে পাঠানো টাকার একটি অংশ ওই ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে।

পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা পুলিশের সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, ‘প্রায় প্রত্যেকদিনই সাইবার প্রতারণার ঘটনা ঘটছে। বিগত এক বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে থাকা ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে টাকা উদ্ধার করার চেষ্টা করছি। সেই টাকা প্রতারিতদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সাইবার ক্রাইম নিয়ে জমা পড়া অভিযোগ খতিয়ে দেখে আমরা ব্যবস্থা গ্রহণ করে চলেছি। গ্রাহকদের থেকে প্রতারাণা করে হাতিয়ে নেওয়া টাকা ফিরিয়ে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য।’

সাইবার অপরাধ এখন রোজাকার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিভিন্নভাবে প্রতারণার ফাঁদ পাতে সাইবার প্রতারকরা। কখনও কখনও বয়স্ক মানুষ প্রতারকদের কবলে পড়েন, কখনও আবার তরুণ তরুণীদের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে প্রতারকরা। অজান্তেই ব্যাঙ্ক থেকে উদ্ধার হয়ে যায় মোটা টাকা। সেটাই টাকা ফিরিয়ে দিয়ে নজির তৈরি করল পূর্ব মেদিনীপুর পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। এতে সাধারণ মানুষের মনে আতঙ্ক কমবে বলেই মনে করা হচ্ছে।

Cyber Crime : কার্ড রইল পার্সে, তারপরও টাকা ভ্যানিশ! সতর্ক থাকুন
অন্যদিকে সম্প্রতি আধার প্রতারণার একাধিক ঘটনা ঘটেছে। বায়োমেট্রিক প্রতারাণা করে একের পর এক গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও করে ফেলা হয়েছে টাকা। আধার কার্ডের সময় ব্যবহার হওয়া বায়োমেট্রিক তথ্য ক্লোন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গ্রাহকের অজান্তেই তুলে নেওয়া হয়েছে মোটা টাকা। ইতিমধ্যে জমা পড়া একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বেশ কয়েকজকে গ্রেফতার করেছে পুলিশ। আগামী গ্রেফতারির সংখ্যা আরও বাড়বে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *