দার্জিলিং-কলিম্পঙের আবহাওয়ার পূর্বাভাস
এই পরিস্থিতিতে পুজোয় দার্জিলিঙের আবহাওয়া কেমন থাকতে পারে, তার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। এই প্রসঙ্গে আইএমডি কলকাতার ওয়েবসাইট বলছে, আগামী ২১ তারিখ, সপ্তমীর সকালের দিক পর্যন্ত দার্জিলিঙে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে তারপর থেকে ২৪ তারিখ, দশমী পর্যন্ত মূলত দার্জিলিঙে শুষ্ক আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাস আইএমডি-র। একইরকম আবহাওয়া থাকতে পারে প্রতিবেশী জেলা কালিম্পঙেও।
কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা অনেকটাই
যেহেতু দার্জিলিঙে পর্যটকদের কাছে ম্যাল রোডের পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা দর্শন অন্যতম আকর্ষণ, তাই পুজোয় যদি মেঘমুক্ত বৃষ্টিহীন আবহাওয়া থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবেই কাঞ্চনজঙ্ঘাকে স্বচ্ছভাবে দেখার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সেই দিক থেকে দেখলে এটি পর্যটকদের জন্য যে অবশ্যই সুখবর, তা আর বলার অপেক্ষা রাখে না।
অষ্টমী থেকে রোদ ঝলমলে দার্জিলিং
অনেকে আবার পুজোয় শুরুর দিকের ১-২ দিন নিজ নিজ এলাকায় কাটিয়ে, তারপর রওনা দেওয়ার পরিকল্পনা করেছেন পাহাড়ের উদ্দেশে। সেক্ষেত্রে তাঁদের কাছে আবহাওয়ার এই পূর্বাভাস আরও আনন্দের। কারণ, অষ্টমী থেকে দার্জিলিঙের আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকতে পারে বলেই পূর্বাভাস আইএমডি-র।
কেমন থাকবে ডুয়ার্স?
আবার অনেকে পুজোর ছুটিতে ডুয়ার্স যাওয়ারও প্ল্যান করেছেন। ডুয়ার্সের বন্যপ্রাণ তথা জঙ্গল সাফারির বরাবরই বিশেষ জনপ্রিয়তা রয়েছে পর্যটকদের মধ্যে। পর্যটনের মরশুমে সেখানে বাংলা তথা ভিনরাজ্য, এমনকী ভিনদেশেরও বহু পর্যটক ভিড় করেন। সেক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস এবার তাদের জন্যও সুখবর নিয়ে আসছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী, এই বছর পুজোয় ডুয়ার্সও থাকতে পারে শুষ্ক ও রোদ ঝলমলে। ফলে খুব স্বাভাবিকভাবেই আবহাওয়ার এই পূর্বাভাস পর্যটকদের কাছে আনন্দের খবর।