Dumdum Park Tarun Sangha : ভগবান, মানুষ ও প্রকৃতি! ‘সম্পর্ক’- এর অপূর্ব মেলবন্ধন দমদম পার্ক তরুণ সংঘের পুজোয় – dumdum park tarun sangha durga puja 2023 theme details


মানব সমাজে শক্তি, আরাধনা, অসুর দমনের বার্তা দিতেই পূজিত হন মা দুর্গা। সেরকমই, গোটা পৃথিবীতে প্রকৃতি মাতার সন্তান আমরা। তাঁর মাটি, জল, শস্য ধারণ করেই আমরা বেড়ে উঠি। তাঁর কোলেই আমাদের জন্ম, আবার তাঁর কোলেই মিলিয়ে যাই ভূ মণ্ডলে। মা দুর্গার সঙ্গে সেই প্রকৃতির অপূর্ব মেলবন্ধনের কারুকাজ তুলে ধরেছে দমদম পার্ক তরুণ পার্ক সংঘ।

তরুণ সংঘের পুজো

শিল্পী মানস দাসের ভাবনা চিন্তা ফুটে উঠেছে এবারের দমদম পার্ক তরুণ সংঘের পুজোয়। প্রাকৃতিক নানা উপাদান দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ। আধ্যাত্মিকতা ও প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য গোটা মণ্ডপের প্রতিটি কোণায় ছড়িয়ে। ঈশ্বর, প্রকৃতি এবং মানুষের যে ত্রিকোণ ‘সম্পর্ক’ এই গোটা মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটাই খুঁজে পাবেন এই মণ্ডপে ঢুঁ মারলে।

কী ভাবে তৈরি মণ্ডপ?

পুজো উদ্যোক্তারা জানান, প্রাকৃতিক সমস্ত উপকরণ দিয়েই এবারের পুজো মণ্ডপ নির্মিত হয়েছে। সুতো, মাটির কলস, বাঁশ, কাঠ, খড় এই সবকিছুই মণ্ডপ গড়ার প্রধান ও অন্যতম উপকরণ। প্রকৃতি যেমন তাঁর যেমন তাঁর অজস্র উপাদান দিয়ে আমাদের জীবনেও স্বার্থক করে তুলেছে, সভ্যতার প্রতিটি স্তরে যেমন তার প্রকট অস্তিত্ব রয়েছে, তাকে ছাড়া আমরা যেমন শূন্য, ঠিক তেমনই মা দুর্গার আশীর্বাদ, তাঁর মহিমা ছাড়া আমাদের জীবন মূল্যহীন। সেই সম্পর্কের প্রতিচ্ছবি পাবেন এবারের মণ্ডপে।

কেমন সে অনুভূতি

আলো, আঁধারির মধ্যে দিয়ে অপূর্ব সব শিল্পকলার নিদর্শন দেখে নিজেদের স্বার্থক করে তুলতে পারবেন দর্শকরা। হয়তো নাম না জানা কোনও এক গ্রামের মাটি, পরিবেশ, প্রকৃতির সুগন্ধ ঘিরে ধরবে আপনাকে। বাঁশ, কঞ্চি, নৌকার খোল, কলস এই সবকিছু দিয়ে চোখ ধাঁধানো এক শিল্প সৃষ্টি হয়েছে এবারের দমদম পার্ক তরুণ সংঘের পুজোয়।

Durga Puja: কোন্নগরের ঘোষালবাড়ির দুর্গাপুজোয় আজও আসে ব্রিটিশ অনুদান, এক চালা প্রতিমায় দুর্গার বাহন সিংহ হলেও সিংহ নয়!
প্রতিমা কেমন হল?

অদ্ভুত এক কোমল স্নিগ্ধতায় গড়ে উঠেছে মাতৃ প্রতিমা। তাঁর একাধারে চার সন্তান। দেবীর একাধারে আক্রমণাত্বক সিংহ মূর্তি। মেটে রং ও আলোর খেলায় আপনার তাক লেগে যেতে বাধ্য। নানা কারুকার্যের মধ্যে কোথায় যে আলোর উৎস, আর কোথায় নেমেছে আঁধার, অবাক চোখে শুধু দেখে যেতে হয় সেই ম্যাজিক। সেই সৃষ্টি। উত্তর কলকাতার নামী দামী ও দর্শকদের পছন্দের পুজোর তালিকায় সব সময়ই থাকে দমদম পার্ক তরুণ সংঘের পুজো। এবারের পুজো মিস করবেন না। এক অন্যরকম শিল্প কলার দেখা পাবেন এই মণ্ডপে।

কলকাতার সব পুজোর খবর একনজরে, সমস্ত খবর-ছবি-ভিডিয়োর জন্য ক্লিক করুন এখানে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *