Durga Puja 2023 : মেয়ের সাধ পূরণ, মাত্র ৩০ সেন্টিমিটারের দুর্গা ঠাকুর গড়লেন অনুব্রতর ভাইপো – anubrata mondal nephew have made a little durga idol


মেয়ে বায়না করেছিল ছোট দুর্গা প্রতিমার জন্য। আর মেয়ের ইচ্ছা পূরণের জন্যই বাবা বানিয়ে ফেললেন আস্ত একটা দুর্গা প্রতিমা। তবে প্রতিমার উচ্চতা ভীষণই আকর্ষণীয়, মাত্র ৩০ সেন্টিমিটার। আর দুর্গা প্রতিমার সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে লক্ষ্মী, গণেশ, কার্তিক গণেশ, মহিষাসুর ও সিংহ।

অনুব্রত মণ্ডলের ভাইপো বানালেন প্রতিমা

বীরভূমের বোলপুরের বাসিন্দা সুমিত মণ্ডল। শখের বসে প্রতিমা তৈরি করেন। তাঁর আরও একটি পরিচয়, তিনি তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ভাইপো। মেয়ের আবদার রাখতেই নিজের হাতে তৈরি করেছেন ৩০ সেন্টিমিটারের প্রতিমা। খুব অল্প সময়েই প্রতিমাটি তৈরি করেছেন সুমিত মণ্ডল। ১৮ থেকে ২০ দিনের মধ্যেই তৈরি করে ফেলেছেন প্রতিমার অবয়ব। প্রতিমা তৈরির খরচও খুব বেশি পড়েনি। দু থেকে আড়াই হাজার টাকার মধ্যেই তৈরি করে ফেলেছেন প্রতিমাটি।

মেয়ের আবদার পূরণ করতেই এই উদ্যোগ
এই প্রসঙ্গে সুমিত মণ্ডল বলেন, ‘আমি শখের বসি করি। আমার কোলে যে ছোট্ট মা রয়েছে, আমার মেয়ে, তার ঠাকুরের প্রতি অগাধ নেশা। ও ভালোবেসে বলেছিল বাড়িতে একটা দুর্গা ঠাকুর বানিয়ে দেবেং? আমি সেই চেষ্টা করতে করতে বানিয়ে ফেললাম আস্ত একটা দুর্গা ঠাকুর। উচ্চতা ৩০ সেন্টিমিটার।’ পাশাপাশি সুমিত মণ্ডলের স্ত্রী বলেন, ‘স্বামীর সঙ্গে মেয়ে ও আমি মিলে এই মূর্তি নির্মাণ করেছি। মেয়ে খুবই খুশি। ৪ দিন ব্যাপী প্রথা মেনে পূজিতা হবেন মা দশভূজা। সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নেব।’

পরিবারেও হয় দুর্গাপুজো
প্রসঙ্গত, সুমিত মণ্ডলদের পরিবারেও দুর্গাপুজো হয়। ১০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে সেই পুজো। তবে জেলবন্দি থাকায় গতবার থেকে অবশ্য পুজোয় নেই অনুব্রত মণ্ডল নেই। এবারেও তিনি থাকতে পারছেন না। এই প্রসঙ্গে সুমিত বলেন, ‘বাড়ির পুজো যেমন হয় তেমনই হবে। পুজো কী কোনও কিছুর জন্য থেমে থাকে? আগেরবারেও পুজো হয়েছে। হয়তো মনের ভিতর দুঃখ থেকে যাবে, কিন্তু পুজো হবে।’

Kalyani ITI Durga Puja 2023 : পুজোয় কল্যাণী ঘোষপাড়া স্টেশনে থামবে না আপ লোকাল, ভিড় সামলাতে বড় সিদ্ধান্ত
প্রসঙ্গত, গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর বর্তমানে দিল্লির তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। বারংবার জামিনের আবেদন করলেও এখনও পর্যন্ত তা মঞ্জুর হয়নি। বুধবার সুপ্রিম কোর্টে জামিন পাননি তিনি। মামলার পরবর্তী শুনানি হবে ৪ সপ্তাহ পরে। সেক্ষেত্রে এবারেও পুজোতে তিহাড় জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *