Durga Puja Traffic : পঞ্চমীতে কোন রাস্তায় যানবাহনের জট, কোথায় গাড়ির মসৃণ গতি? রইল ট্রাফিক আপডেট – kolkata traffic police took special initiative know the detailed traffic update of kolkata


পুজোর কলকাতার ভিড়ে ভিড়। শহরের রাস্তায় চতুর্থী থেকে রাস্তায় তিল ধারনের জায়গা নেই। পুজোর আনন্দে মাতোয়ারা গোটা রাজ্য। এই অবস্থায় যান চলাচল স্বাভাবিক রাখতে গলদঘর্ম পরিস্থিতি ট্রাফিক পুলিশের। বৃহস্পতিবার পঞ্চমীর কলকাতায় ভিড় আরও বেশি বাড়বে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় শহর কলকাতার ট্রাফিকের গতিপ্রকৃতি কেমন থাকবে? কোন রাস্তায় যানজট বা কোন রাস্তা ধরলে সহজেই গন্তব্যে পৌঁছনো যাবে, তা জানাল কলকাতা পুলিশ। এক নজরে দেখে নিন শহরের ট্রাফিক আপডেট…

পঞ্চমীর ট্রাফিক আপডেট

কলকাতা ট্রাফিক পুলিশের লালবাজার কন্ট্রোল রুম জানিয়েছে, এই মুহূর্তে কলকাতা যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোনও বড় ধরনের দুর্ঘটনার কোনও খবর নেই। বিমানবন্দর যাওয়ার রাস্তা ইএম বাইপাস ও ভিআইপি রোডেও যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনও যানজট নেই। পুজোর ট্রাফিক নিয়ন্ত্রণে বেশ কিছু বিশেষ পরিকল্পনা নিয়েছে পুলিশ। দুপুর ২টো থেকে তা কার্যকর হবে বলে জানা গিয়েছে।

কলকাতা ট্রাফিকের পুলিশের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় হুগলি সেতুতে কেবিল মেরামতির কাজ চলবে। এই কাজের তত্ত্বাবধানে রয়েছে HRBC। সেই কারণে দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচলে বেশ কিছু বদল আনা হয়েছে। তবে এই নিয়ম এখন থেকে চালু হচ্ছে না। ১ নভেম্বর থেকে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কোনও ভারী যানবাহন চলাচল করবে না।

পঞ্চমীতেও মিছিল মিটিং?

কলকাতা ট্রাফিক পুলিশের লালবাজার কন্ট্রোল রুম জানিয়েছে, বৃহস্পতিবার শহর কলকাতা বড় ধরনের কোনও মিছিল মিটিং বা সভা-সমাবেশ নেই। সেই কারণে পুজোয় মাতোয়ারা শহরে মিছিল মিটিংয়ের কারণে যানজট হওয়ার কোনও সম্ভাবনা নেই। দর্শনার্থীদের জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। একইসঙ্গে বাইকআরোহীদের হেলমেট পরে বাইক চালানোর আবেদন করা হয়েছে। গাড়িচালকদের ট্রাফিকের নিয়ম মেনে গাড়ি চালানোর আবেদন করা হয়েছে।

দর্শনার্থীদের সুবিধায় Q টাইম চালু পুলিশের

তৃতীয়া থেকেই প্যান্ডেলগুলির বাইরে উৎসাহী দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। উত্তর থেকে দক্ষিণ কলকাতা ভিড়ের নিরিখে সমানে সমানে লড়াই চালাচ্ছে। এই অবস্থায় দর্শনার্থীদের সুবিধার জন্য Q টাইম চালু করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের ফেসবুকে পেজে শহরের সেরা পুজোর গুলির নাম উল্লেখ করে প্যান্ডেলে ঢোকার জন্য কত সময় লাগবে তা উল্লেখ করা হচ্ছে। ভিড় অনুযায়ী Queue (লাইন) দেওয়ার সময় পরিবর্তন হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *