Howrah Road Accident: ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, জখম দুই শিশু সহ ৪ – a massive road accident at howrah


Road Accident: মহালয়া থেকেই শুরু বাঙালির প্যান্ডেল দর্শন। ষষ্ঠী থেকে ঠাকুর দেখার পাওয়ার প্লে শুরু হওয়ার আগেই আগেই ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখার তাড়ায় মহালয়া থেকে বিকেল থেকেই শুরু সারা রাতে ঠাকুর দর্শন। সেই ঠাকুর দেখে ফেরার পথেই ঘটল ভয়াবহ ঘটনা। দুর্ঘটনার মুখে গোটা পরিবার। ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল গোটা গাড়ি। গুরুতর জখম হয় গাড়িতে থাকা দুই শিশু সহ তাদের অভিভাবক।

জানা গিয়েছে, চতুর্থী রাতভর ঠাকুর দেখে পঞ্চমীর সকালে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে গুপ্ত পরিবার। বাঁকড়ার বাসিন্দা কার্তিক কুমার গুপ্ত তাঁর স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে গাড়ি করে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। নিজেই চালাচ্ছিলেন গাড়ি। পাশে স্ত্রী ও পিছনে ছিল বাচ্চারা। ফেরার পথে ঘটনাটি ঘটেছে, বাঁকড়ার হাওড়া আমতা রোডে জাপানি গেট এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। জাপানি গেটের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিক থেকে আসা একটি ছোট্ট লরিকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে উলটে যায় গাড়িটি। দুমড়ে মুচড়ে যায় সামনের অংশ। সাংঘাতিক আহত হন গাড়ির ভিতরে থাকা কার্তিককুমার গুপ্ত এবং তাঁর স্ত্রী। শিশু দুটিও অল্প বিস্তর আহত হয়েছে।

দুর্ঘটনার ফলে ভোরের রাস্তায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাহায্যে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসে পুলিশ। তারাই উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। মাথা ফেটে গিয়েছে গাড়ি চালক কার্তিক কুমার গুপ্ত, আহত তাঁর স্ত্রীও। শিশুদের বাহ্যিক আঘাত সেভাবে লক্ষ্য না করা গেলেও তাদেরও শারীরিক পরীক্ষা করা হয়। প্রত্যেককেই প্রাথমিক শুশ্রুষার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে এত বড় দুর্ঘটনায় প্রত্যেকেই আতঙ্কগ্রস্থ।

Kolkata Traffic Update : পঞ্চমীতে কোন রাস্তায় যানবাহনের জট, কোথায় গাড়ির মসৃণ গতি? রইল ট্রাফিক আপডেট
আহত কার্তিক গুপ্ত বলেন, ‘ঈশ্বরের আর্শীবাদই রয়েছে। নইলে এত বড় দুর্ঘটনায় বেঁচে ফিরতে পারতাম না।’ এই ঘটনায় হাওড়া আমতা রোডে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী বলেন, ‘একটা জোর আওয়াজ চোখের সামনে দেখলাম গাড়িটা ধাক্কা খেয়ে উলটে গেল। গাড়িটার কাছ অবধি যাওয়ার আগে ভেবেছিলাম বোধহয় সব শেষ। এটা মীরাকেল।’ পঞ্চমীর ভোরে হাওড়ার এই দুর্ঘটনায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *