Kolkata Metro : ঠাকুর দেখতে সকালেই বেরিয়ে পড়েছেন? শেষ মেট্রো কখন জানেন তো? – kolkata metro north south corridor last service timing on durga puja 2023 panchami and sasthi


প্রতিবারের মতো এবারেও পুজোয় বিশেষ পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আজ পঞ্চমী থেকেই তা শুরু সেই বিশেষ পরিষেবা। ঠাকুর দেখতে গিয়ে বা ফেরার পথে যাতে মানুষের কোনওরকম অসুবিধা না নয়, তার জন্য এই ধরণের পরিবেষা প্রতিবারই ঘোষণা করা হয় মেট্রোর পক্ষ থেকে। অন্যান্যবারের মতো এবারেও পুজোর প্রধান দিনগুলিতে রাতভর চলবে মেট্রো।

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে উত্তর-দক্ষিণ করিডোরে পঞ্চমী ও ষষ্ঠীতে সকাল ৬টা ৫০ থেকে মধ্যরাত পর্যন্ত পাওয়া যাবে পরিষেবা। মিলবে মোট ২৮৮টি পরিষেবা। এক্ষেত্রে-
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিট
দমদম থেকে কবি সুভাষ সুভাষের প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিট
দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিট
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো সকাল ৭টা

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রো রাত্রি ১০টা ৩৮ মিনিট
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ১০টা ৪০ মিনিট
দমদম থেকে কবি সুভাষের শেষ মেট্রো রাত্রি ১০টা ৫০ মিনিট
কবি সুভাষ থেকে দমদমের শেষ মেট্রো রাত্রি ১০টা ৫০ মিনিট

Kolkata Last Metro Timming

শেষ মেট্রোর সময়সূচি

জেনে নিন সপ্তমী-অষ্টমী ও নবমীর পরিষেবা
বিশেষ পরিষেবা পাওয়া যাবে সপ্তমী-অষ্টমী ও নবমীতে। যাত্রীদের সুবিধার্থে সপ্তমী, অষ্টমী এবং নবমীতে মেট্রোতে পাওয়া যাবে ২৪৮ টি পরিষেবা। এই ৩ দিন মেট্রো চলবে বেলা ১২টা ৫৫ মিনিট থেকে পরের দিন ভোর ৫ টা পর্যন্ত। এই ৩ দিন ব্যস্ত সময়ে প্রতি ৬ থেকে ৭ মিনিট অন্তর চলবে মেট্রো।

দশমীর দিন কেমন থাকবে মেট্রো পরিষেবা?
আবার দশমীর দিন মেট্রো পরিষেবার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে বিজয়া দশমীর দিন পাওয়া যাবে মেট্রো ১৩২টি পরিষেবা দেবে। ওইদিন মেট্রো চলবে বেলা ১ টা থেকে রাত্রি ১১ টা পর্যন্ত। ওই দিন ব্যস্ত সময়ে প্রতি ৭ মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।

Durga Puja Near Kalighat Metro : আষাঢ় সংঘ থেকে ৬৬ পল্লি, কালীঘাট মেট্রো থেকে নেমেই দেখে নিন একডজন নজরকাড়া পুজো
প্রসঙ্গত, শহরবাসীকে আরও বেশি করে সুবিধা দিতে একের পর এক পকক্ষেপ গ্রহণ করে চলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। শুধুমাত্র উত্তর-দক্ষিণ শাখাতেই নয়, ইস্ট-ওয়েস্ট করিডোরেও বিশেষ পরিষেবা পাওয়া যাবে পুজোর সময়। আবার পুজোর আগেই এই ইস্ট-ওয়েস্ট মেট্রে করিডোরে চালু হয়েছে কিউআর কোডযুক্ত কাগজের টিকিট। আপাতত পরীক্ষামূলকভাবে এই পদক্ষেপ করা হয়েছে। সফল হলে আগামীদিন সমস্ত করিডোরেই এই ধরণের টিকিট চালু হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *