Kolkata Police : গৃহবধূ হত্যার অভিযোগ! আগুনে পুড়িয়ে আত্মহত্যার রূপদান, ভয়ঙ্কর ঘটনা শহরে – husband arrested by kolkata police for unnatural death of his wife at bowbazar


Kolkata Crime News : পুজোর মাঝেই হাড়হিম করা ঘটনা শহরে। এক গৃহবধূকে হত্যা করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা বউবাজার এলাকায়। নিহত গৃহবধূর নাম দীপ্তি শুক্লা। ময়নাতদন্ত হতেই ধরা পড়ে আসল সত্য। ঘটনায় মহিলার স্বামীকে আটক করা হয়েছে।

কী জানা যাচ্ছে?

তৃতীয়ার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বউবাজারের যদুনাথ দে রোডে। একটি বাড়িতে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়েছেন এক গৃহবধূ বলে জানানো হয় প্রাথমিকভাবে। পরে জানানো হয়, ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। পরে দেহের ময়নাতদন্ত করলে জানা যায় আসল তথ্য। মহিলার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ কী জানাচ্ছে?

বউবাজার থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃতীয়ার দিন রাতে বউবাজারের যদুনাথ দে রোডে একটি বাড়িতে আগুন লেগে গিয়েছে বলে জানানো হয়। পরে গৃহবধূর অভিযুক্ত স্বামী জানান, তার স্ত্রী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। অভিযুক্ত স্বামীর বয়ানে একাধিক অসঙ্গতি মেলে। গৃহবধূর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অপরাধের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ময়নাতদন্ত ফাঁস খুন

ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যায়, ওঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে বলে জানান চিকিৎসকরা। এরপরেই আটক করা হয় ওই গৃহবধূর স্বামীকে। আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। গৃহবধূ উত্তরপ্রদেশে বাসিন্দা বলে খবর। এখানে ভাড়া থাকতেন তাঁর পরিবার। গৃহবধূর পরিবার খুন, বধূ নির্যাতনের মামলা রুজু করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গৃহবধূকে প্রথমে মাথায় আঘাত করে খুন করা হয়। এরপর তার গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার ঘটনা বলে সাজানোর চেষ্টা করা হয়।

Thakurpukur Incident: পুজোর কলকাতায় প্রকাশ্যে তরুণকে কুপিয়ে খুন, চতুর্থীর সকালে ঠাকুরপুকুরে ভয়াবহ ঘটনা
গৃহবধূ হত্যা

কলকাতা সহ জেলা থেকে মাঝেমধ্যেই গৃহবধূ হত্যার খবর উঠে আসছে মাঝেমধ্যেই। পারিবারিক অশান্তির জেরেই একাধিক জায়গায় গৃহবধূ হত্যার ঘটনা ঘটছে। গত অগাস্ট মাসেই দমদমের একটি আবাসন থেকে এক মহিলা ও তাঁর মেয়ের দেহ উদ্ধার হয়। দমদমের জীবনরতন ধর রোডের একটি আবাসনের ফ্ল্যাটে তাঁদের হত্যা করার অভিযোগ ওঠে। গৃহবধূর স্বামী হত্যা করে মধ্যমগ্রাম স্টেশনে গিয়ে নিজে আত্মঘাতী হন বলে জানা যায়। প্রাক্তন সেনাকর্মী গৌতম বন্দ্যোপাধ্যায় স্ত্রী ও মেয়েকে হত্যা করে আত্মঘাতী হন বলে জানায় পুলিশ। ধারালো ছুরি দিয়ে স্ত্রী ও কন্যাকে ওই ব্যক্তি হত্যা করেন বলে অভিযোগ।

নতুন নতুন খবর এবার আপনার হাতের মুঠোয়, এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ চ্যানেল, ক্লিক করুন এখানে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *