Kolkata Police Q Time : কোন পুজোয় কতক্ষণ অপেক্ষা? Q Time-এ জানিয়ে দিচ্ছে কলকাতা পুলিশ – kolkata police launched q time durga puja pandal hopping is now more easier


আলোয় সেজে উঠেছে তিলোত্তমা কলকাতা। পুজোর আনন্দে মাতোয়ারা গোটা শহর। এক বছরের অপেক্ষা শেষ, উমা আসছেন বাপের বাড়ি। সেই কারণে ষষ্ঠীতে দেবীর বোধনের আগেই কলকাতার রাস্তা ভিড়ে ভিড়। পিছিয়ে নেই জেলাগুলিও। প্রতিপদ থেকে সেরা বারোয়ারি পুজোর মণ্ডপগুলির সামনে চোখে পড়েছে দর্শনার্থীদের লম্বা লাইন। দিন যত, এগোচ্ছে জনসমাগম ততই বাড়ছে। ভিড় সামাল দিতে কলকাতা পুলিশের তরফে যানবাহন নিয়ন্ত্রণের জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে। দর্শনার্থীদের মণ্ডপে দেবী-দর্শনের জন্য এবার Q Time চালু করল কলকাতা পুলিশ।

Q Time চালু কলকাতা পুলিশের

দর্শনার্থীদের জন্য Q Time চালু করল কলকাতা ট্রাফিক পুলিশ। বিভিন্ন সেরা পুজো মণ্ডপের দর্শনার্থীদের কথা মাথায় রেখে এই নয়া পদ্ধতি চালু করা হয়েছে। কোন পুজো মণ্ডপের কতক্ষণ অপেক্ষা করতে হবে, কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে তা জানা যাবে। আগামী এক সপ্তাহ কলকাতা পুলিশের ফেসবুকে পেজে এই তথ্য লাইভ দেখা যাবে বলে জানা গিয়েছে।


কলকাতা ট্রাফিক পুলিশরে ফেসবুকে পেজে বলা হয়েছে, ‘কোন পুজোমণ্ডপে কতক্ষণ অপেক্ষা করতে হবে? জেনে নিন আমাদের Q Time দেখে। আজ থেকে আগামী এক সপ্তাহ আমাদের পেজে লাইভ থাকবে এই তথ্য।’ কলকাতা পুলিশের এই লাইভ স্ট্রিমিংয়ে কোন পুজো মণ্ডপের বাইরে কতক্ষণ সময় দাঁড়াতে হবে, সেই তথ্য উল্লেখ করা থাকবে। লাইনে দাঁড়ানোর আগে কোন মণ্ডপ দেখতে কত সময় লাগবে তা সহজেই বুঝতে পারবেন দর্শনার্থীরা।

ট্রাফিক নিয়ন্ত্রণে বিভিন্ন বন্দোবস্ত

পুজোর ভিড় সামাল দিতে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে একাধিক বন্দোবস্ত করা হয়েছে। শহর কলকাতার বিভিন্ন রাস্তায় যেমন যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে তেমনই বেশ কিছু রাস্তায় বিকেলের পর থেকে অটো চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছু রাস্তায় বাস বন্ধ করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এমনকী যান চলাচলের ক্ষেত্রেও বেশ কিছু রাস্তায় রুট ডাইভার্সন করা হবে।

North Kolkata Durga Puja List 2023 : সাবেকিয়ানা হোক বা থিম, উত্তর কলকাতার এই ৬ ঠাকুর না দেখলে পরিক্রমাই বৃথা
মহালয়ার আগেই পুজো উদ্বোধন

মহালয়ার আগে রাজ্যের নামজাদা বিভিন্ন পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। মহালায়া দু’দিন আগেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবসহ রাজ্যের ৮০০-র বেশি দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন থেকে শুরু হয় মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের কর্মসূচি। তারপর প্রায় রোজই বিভিন্ন পুজোর উদ্বোধন করেছেন তিনি। উদ্বোধনের পর পুজো মণ্ডপগুলি খুলে যাওয়ার কারণে দর্শনার্থীদেও সুবিধা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *