কী জানালেন লকেট?
এরাজ্যে ৩৫ এর বেশী, দেশে ৪০০-র বেশী আসন নিয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন বলে জানান লকেট। বৃহস্পতিবার বাঁকুড়ায় দলের এক কর্মসূচীতে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন বিজেপি নেত্রী। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়জয়কারের পরেও আগামী লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপির ভালো ফলের আশা প্রকাশ তাঁর। লকেট বলেন, ‘বাংলা থেকে ৩৫ এর বেশি আসন নিয়ে আমরা লোকসভায় যাব।’
কামদুনি কাণ্ড
কামদুনি কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে তিনি বলেন, আদালতের রায় মানতে হবে, তবে ওই রায় এরাজ্যের মেয়েদের পক্ষে ‘চিন্তার বিষয়’ বলে তিনি দাবি করেন। উল্লেখ্য, এদিনই দেশের শীর্ষ আদালত কামদুনি কাণ্ডে লঘু সাজাপ্রাপ্ত আসামীদের কিছু শর্ত আরোপ করেছে। হাইকোর্টের নির্দেশে যারা ছাড় পেয়েছে, প্রতি মাসে সোম এবং শুক্রবার থানায় তাদে হাজিরা দিতে হবে। যদি তাঁদের কারও কাছে পাসপোর্ট থেকে থাকে, তবে সেই পাসপোর্ট জমা দিতে হবে পুলিশের কাছে বলে জানানো হয়।
কালীঘাটের কাকু প্রসঙ্গ
বৃহস্পতিবার প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠি পাঠায় ইডি। কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা জানতে চেয়ে চিঠি পাঠায় তাঁরা বহুচর্চিত ‘কালীঘাটের কাকু’কে নিয়ে প্রশ্ন করা হলে লকেট বলেন, ‘ইডি-সিবিআই এর হাত থেকে বাঁচতে উনি সরকারী হাসপাতালে আশ্রয় নিয়েছেন। শাসক দল চাইছে ওঁর মুখ থেকে কোন কথা যেন বার না হয়।’
লোকসভা নির্বাচনের দামামা
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে বিজেপির পালটা রণকৌশল তৈরি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই রাজ্যের একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে অর্থ বরাদ্দ আটকে রাখার অভিযোগ তুলে আন্দোলনের তীব্রতা বাড়াতে শুরু করেছে তৃণমূল। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, আগামী নভেম্বর মাস থেকেই আন্দোলন আরও জোরদার হবে। এর মধ্যেই লকেট চট্টোপাধ্যায় মন্তব্য নিয়ে নতুন করে তৈরি হল জল্পনা।