Sreebhumi Durga Puja : শ্রীভূমির ডিজনিল্যান্ডে বন্ধ ‘লাইট শো’, পুজো কমিটির সিদ্ধান্তে মন খারাপ দর্শনার্থীদের – sreebhumi durga puja disneyland sreebhumi in kolkata west bengal pujo committee decides to stop light show temporarily inside pandal


পঞ্চমীর দিন শ্রীভূমিতে জনজোয়ার। সকাল থেকেই কলকাতার অন্যতম এই জনপ্রিয় পুজো মণ্ডপে ভিড় করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীরা। যেদিকেই চোখ যায় শুধু কালো মাথা। এবার লেকটাউনের এই ক্লাবের থিম প্যারিসের ডিজনিল্যান্ড। কিন্তু শ্রীভূমির প্যান্ডেলে ঢুকে মন খারাপ দর্শনার্থীদের। কারণ বন্ধ করে দেওয়া হয়েছে লাইট শো। আর এতেই মুখ ব্যাজার শ্রীভূমিতে আগত পুজোপ্রেমীদের। ডিজনিল্যান্ডের আলোর খেলা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন অনেকে। এমনকী ভিনরাজ্যে বসবাসকারী অনেকেও শ্রীভূমির এবারের থিম দেখার জন্য এসেছে। কিন্তু তাঁদের ফিরে যেতে হচ্ছে খালি হাতেই।

লেজার শো কেন বন্ধ?

পুলিশ ও ক্লাব সূত্রে খবর, এবারে শ্রীভূমির ডিজনিল্যান্ডে বিশেষ ধরনের আলোর বন্দোবস্ত করা হয়েছে। প্রোজেক্টরের মাধ্যমে মণ্ডপে বিশেষ ধরনের আলোরা ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তা আপাতত বন্ধ করে রয়েছে। ক্লাব সূত্রে খবর, পুলিশের পরামর্শ আপাতত তা বন্ধ করে রাখা হয়েছে। পুলিশের আন্দাজ, লাইট শো চললে দর্শনার্থীদের মধ্যে মণ্ডপে ভিতর থেমে যাওয়ার প্রবণতা দেখা যায়। সেই কারণে মণ্ডপের লাইট শো আপাতত বন্ধ রয়েছে।

Sreebhumi Pandal 2023 : ডিজনিল্যান্ড দেখতে হাজির রাজ্যপাল, তৃতীয়ার ভিড় সামলে যানজট কেমন?
কী বলছে ক্লাব কর্তৃপক্ষ?

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সম্পাদক দিব্যেন্দু কিশোর গোস্বামী বলেন, ‘হ্যাঁ লাইট শো আপতত বন্ধ করা হয়েছে। লেজার শোয়ের কারণে দর্শনার্থীদের অনেকে মণ্ডপে ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ছেন। ফলে ভিড় নিয়ন্ত্রণ করতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সেই কারণে পুলিশ প্রশাসনের পরামর্শ মতো আমরা আপাতত লাইট শো বন্ধ করেছি। লাইট শো আবার চালু করা হবে কি না, সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। দর্শনার্থীদের জন্য পুজোর আলোর বন্দোবস্ত করা হয়েছে। তবে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে কোনও আপত্তি জানানো হয়নি।’

মন খারাপ দর্শনার্থীদের

লাইট শো বন্ধ থাকার কারণ মন খারাপ দর্শনার্থীদের। দূর-দুরান্ত থেকে আসা পর্যটকরা লাইট শো না দেখতে পেরে হতাশ হয়ে পড়েছেন। বারাসত থেকে আগত দর্শনার্থী সুস্মিতা দাস বলেন, ‘প্যারিসের ডিজনিল্যান্ডে এখনও তো যাওয়ার সুযোগ হয়নি, সেই কারণে ছেলেকে নিয়ে শ্রীভূমির প্যান্ডেলে এসেছিলাম। কিন্তু শুনলাম লাইট শো আপাতত বন্ধ রয়েছে। পরে আবার চালু হলে এই ভিড় ঠেলে ঢোকা আর হয়তো সম্ভব হবে না।’

কলেজ পড়ুয়া শুভদীপ সেন বলেন, ‘প্রত্যেকবার বন্ধুদের সঙ্গে শ্রীভূমির পুজো দেখা মাস্ট। এবারও তাই কলেজের বন্ধুদের সঙ্গে ডিজনিল্যান্ড দেখার জন্য এসেছিলাম। কিন্তু শুনছি লাইট শো বন্ধ রয়েছে আপাতত। কেন বন্ধ তা অবশ্য জানি না। কিন্তু কোনও সমস্যা নেই। পরে যদি পুজো কমিটির তরফে লাইট শো ফের চালু করা হয়, তবে আবার আসব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *