Sreebhumi Sporting Durga Puja Pandal: ভিড় ঠেলে ডিজনিল্যান্ড দেখতে রাজি নন, ঘরে বসেই লাইভ দেখুন শ্রীভূমির পুজো – sreebhumi disneyland durga puja pandal canal street sreebhumi lake town south dumdum west bengal broadcasting a live to avoid queue


Sreebhumi Disneyland: মহালয়ায় উদ্বোধনের পর থেকেই প্যান্ডেল প্রেমীদের তালিকার শীর্ষে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখার তাড়ায় মহালয়া থেকেই সুনামির ঢল লেকটাউনের এই পুজোয়। গত কয়েক বছরে একের পর এক নজরকাড়া থিম তৈরি করে চমক দিয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। সেই ধারা বজায় রেখে এবছরের তাদের প্যান্ডেল তৈরি হয়েছে ডিজনিল্যান্ডের আদলে। মার্কিন বিনোদন পার্কের আদলে তৈরি এই থিম পার্ক দেখতে জেলা মফস্বল থেকেও ছুটে এসেছে বহু মানুষ। যাদের পক্ষে এত ভিড়ে মণ্ডপে এসে ঠাকুর দেখা সম্ভব নয় তাদের জন্য ঘরে বসে শ্রীভূমির মণ্ডপসজ্জা দেখানোর ব্যবস্থা করে দিয়েছে শ্রীভূমির পুজো উদ্যোক্তারা।

মহালয়া থেকে চতুর্থীর রেকর্ড পঞ্চমীতেও জারি। আগের ধারা অব্যাহত রেখেই পঞ্চমীতে ভাঙল ভিড়ের রেকর্ড। দুপুর পেরতেই ধীরে ধীরে বাড়তে থাকে জনসমাগম। যে দিকে তাকাবেন সেদিকেই শুধু কালো মাথা। লাইনে ম্যানেজ করতে হিমশিম অবস্থা ভলান্টিয়ারদের। যদিও ট্রাফিক পুলিশের দক্ষতায় সচল ভিআইপি। তবে মণ্ডপে প্রবেশে কিলোমিটারের পর কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় দর্শনার্থীরা।

Durga Puja: দেবীপক্ষেই শুরু প্যান্ডেল হপিং, কলকাতার সেরা ১০ পুজো মণ্ডপ কোনগুলি জানেন?
পঞ্চমীর ভিড় দেখে জনৈক দর্শকের মন্তব্য, কলকাতা আজ শ্রীভূমি মুখী। ওয়াল্ট ডিজনির তৈরি আইকনিক এই বিনোদন পার্কের প্রতিলিপিকে সামনে থেকে দেখতে বিপুল ক্রেজ। আগেও এভাবেই আইকনিক রেপ্লিকা বানিয়ে দর্শকদের চমকে দিয়েছে এই পুজো উদ্যোক্তারা। বাহুবলীর মাহেশ্বতী প্যালেস থেকে বুর্জ খলিফা, রোমের ভ্যাটিকান সিটির পর চলতি বছরে ডিজনিল্যান্ড। থিম পুজোর ভিড়ে গত কয়েক বছরে ভিড়ের নিরিখে কলকাতার বাকি পুজোদের রীতিমতো দশ গোল দিয়েছে শ্রীভূমি বলে দাবি দর্শকদেরই।

এরই মাঝে মন খারাপ করা খবর। ভিড়ের চাপ সামলাতে পঞ্চমীতে পুজো উদ্যোক্তারা বাধ্য হয়েছেন শ্রীভূমি ডিজনিল্যান্ডের লাইট শো বন্ধ করতে। মিকি মাউস, মিনি মাউসের দুনিয়ায় ঢুকে মুগ্ধ ৫ থেকে ৭০। উপরন্ত মনভোলানো লাইটের খেলা দেখতে প্যান্ডেলের ভিতরে দাঁড়িয়ে পড়ছেন দর্শকেরা। ফলে পিছনে দাঁড়ানো লম্বা লাইনে বাড়ছে অপেক্ষা। এই সমস্যা সামলাতেই আপাতত ডিজনিল্যান্ডে আলোর খেলা দেখানো বন্ধ রেখেছেন পুজো উদ্যোক্তারা। এই খবর শুনেই কলকাতার বুকে ডিজনিল্যান্ড দেখতে লাইন লাগানো দর্শকদের মন খারাপ। তবে পঞ্চমীর ভিড় দেখে আগামীর রেকর্ড ভাঙা ভিড়ের আশঙ্কা করছেন ভলান্টিয়াররা। তাতে আবার কখন লাইট শো শুরু করা যাবে, তা বলতে পারছেন না শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্যোক্তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *