Bardhaman Durga Puja 2023 : রামেশ্বরম মন্দির থেকে মায়ানমারের স্বর্ণ মন্দির, তাক লাগাবে বর্ধমানের সেরা ১০ পুজো – top ten bardhaman durga puja pandal 2023 details


থিমের লড়াইয়ে টেক্কা দেবে কোন পুজো মণ্ডপ? শহর এবং শহরতলির থিমে এগিয়ে কে? বর্ধমানের সেরা পুজো খুঁজে দেখল এই সময় ডিজিটাল। সেরা দশটি পুজোর থিম, প্রতিমা, সাজসজ্জা সম্বন্ধিত সমস্ত তথ্য তুলে ধরা হল আপনাদের সামনে।

বর্ধমানের দুর্গাপুজো

উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলায় ৩৪৫৫ টি পুজো মণ্ডলকে অনুদান দিয়েছে মুখ্যমন্ত্রী। তার মধ্যে বর্ধমান সাব ডিভিশনে হচ্ছে ২৬৮ টা পুজো। মায়ানমারের মন্দির থেকে বেনারসের ঘাট, সুন্দরবন থেকে কেদারনাথ, তুলে ধরা ১০ টি পুজো মণ্ডপ।

১. আলমগঞ্জ বারোয়ারী পুজো

‘অন্তহীন দৌড়’ থিম নিয়ে এবারের দুর্গাপুজো মণ্ডপ সাজিয়ে তুলেছে আলমগঞ্জ বারোয়ারী। পুজো ৭৩তম বছরে পদার্পণ করল। পুজোর বাজেট প্রায় ৪০ লাখ টাকা বলে জানাচ্ছে পুজো উদ্যোক্তারা। বর্ধমান শহরের বিগ-বাজেটের পুজোর মধ্যে অন্যতম এটি। পরিবেশ বান্ধব মণ্ডপ তৈরি করতে মন্ডলে ব্যবহার করা হয়নি কোন রকম ত্রিপল বা প্লাস্টিকের আস্তরণ, সম্পূর্ণ ভাবে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছে বিশালাকার এই পুজো মণ্ডপ। মণ্ডপ টি তে প্রবেশ করলে মানুষের বাস্তব জীবনে ‘দৌড়ের’ একটা চিত্র। এই দৌড় মাঠের দৌড় নয়, এই দৌড় সফলতার দৌড়, ‘সফলতার অন্তহীন দৌড়ের’ বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত শিল্পী গৌড়াঙ্গ পুইলা বলে জানান পুজো উদ্যোক্তারা।

২. তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ

‘মায়ের আরাধনায় তান্ত্রিক’ থিম নিয়ে এবারের দুর্গাপুজো মণ্ডপ সাজিয়ে তুলেছে তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ। তাদের পুজোর ৪২তম বছরে পদার্পণ করল। পুজোর বাজেট ৩৫ লাখ টাকা বলে জানাচ্ছে পুজো উদ্যোক্তারা। তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ তাদের মণ্ডপ প্রায় প্লাস্টিক বর্জিত ভাবে সাজিয়েছে। মণ্ডপটি শিবলিঙ্গ ও শিবমন্দিরের আদলে তৈরি করা হয়েছে। প্রবেশ করলেই কানে আসবে তন্ত্রমন্ত্রের পাঠ। দেখা যাবে প্রবেশের দু’দিকে অজস্র মন্দির, যেখানে দেবী দুর্গার বিভিন্ন রুপের দেখা মিলবে এবং সঙ্গে শিবলঙ্গ। মণ্ডপের মূল মন্দির টি একটি শিবলঙ্গের আদলে তৈরি করা হয়েছে, এই শিবলিঙ্গ কে জড়িয়ে রয়েছে বিশালাকৃতির তিনটি সাপ এবং সেখানে দেখা মিলবে গামছা, নারকেলের, সোলার বিভিন্ন কাজ।

৩. বিবেকানন্দ সেবক সংঘ

দুর্গাপুজোয় এবার ১৯ তম বর্ষে পদাপর্ন করলো। এবারের থিম ‘কাঁটাতার ‘। ১৯৭১ সালে বাংলাদেশ পূর্ণ স্বাধীনতা পাবার পর সেখানকার একশ্রেণীর মানুষজন অত্যাচারীত হয়ে ভারতবর্ষে চলে আসেন। সেই সময়কার সেই মানুষদের জীবন যাত্রা এই পুজোর থিমের মাধ্যমে তুলে ধরেছে বিবেকানন্দ সেবক সংঘ। মণ্ডপে প্রবেশ করার আগে ভারত-বাংলাদেশের বর্ডারে দাঁড়িয়ে আছে সবাই। চারিদিকে কাঁটাতারের বেড়া। খড়ের চাল,ভাঙা দেওয়াল, এই কাঁটাতারের বেড়া মনে করিয়ে দিচ্ছে ১৯৭১ সালের সেই একশ্রেণী মানুষের যন্ত্রণার কথা।

৪. বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনি বারোয়ারি দুর্গাপুজো

বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনি বারোয়ারি দুর্গা পুজোর এবারের থিম তামিলনাড়ুর রামেশ্বরম মন্দির। বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনির এ বছর ১০০ তম বর্ষে পা দিয়েছে। সম্প্রদায়িক সম্প্রীতির মিলনক্ষেত্রের একপাশে হেরিটেজ মসজিদ তার সামনেই তৈরি হচ্ছে রামেশ্বরম মন্দির।

৫. লাল্টু স্মৃতি সংঘ

‘সোনার বাংলা’ থিম ভাবনায় মণ্ডপ সাজিয়েছে বর্ধমানের লাল্টু স্মৃতি সংঘ। তাদের পুজো এবছর পুজো ৬২তম বছরে পদাপর্ন করলো। প্লাস্টিক বর্জিত পরিবেশ বান্ধব মণ্ডপ তৈরি করেছে লাল্টু স্মৃতি সংঘ। তারা এবছর ‘সোনার বাংলা’ থিমের মধ্যে দিয়ে গ্রামঞ্চলের প্রান্তিক মানুষের জীবন-জীবিকা তুলে ধরা হয়েছে। মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে জলজ উদ্ভিদ খোয়াই, এগুলি নদীর ধারে দেখা যায়। খোয়াই দিয়ে মণ্ডপে গ্রাম-বাংলার রুপ দেওয়া হয়েছে। এর সাথে বাঁকুড়ার বিষ্ণুপুরের টেরেকোটা মাটির পুতুল দিয়ে সেজেছে মণ্ডপ।

৬. সর্বমিলন সংঘ

সর্বমিলন সংঘের দুর্গাপুজোর এবার ৬৪ তম বর্ষ। তাঁদের থিম ‘চারধাম’। সিকিমের নামচির সিদ্ধেশ্বর ধামের আদলে তৈরি করা হয়েছে এখানকার পুজো মণ্ডপ। আর এই চারধামের পথেই পাহাড় থেকে ঝরনার জল পরছে তার দুপাশে মন্দিরে যাওয়ার প্রবেশ পথ রয়েছে, সেখানে ঢুকে মহাদেবের দর্শন। তারপরে দেবী দুর্গার মিলবে দর্শন। এখানেও চারধাম পুজো মণ্ডপ জুড়ে আলোর খেলা।

৭. জোড়ামন্দির সার্বজনীন দুর্গাপুজোর

জোড়ামন্দির সার্বজনীন দুর্গাপুজোর এবার ৬৫তম বর্ষ। তাদের থিম ” দর্পনে মাতৃরূপ”। পরিবেশ বান্ধব সামগ্রী দ্বারা সুসজ্জিত করা হয়েছে মণ্ডপ।

৮. ইছলাবাদ কিরণ সংঘ

ইছলাবাদ কিরণ সংঘের দুর্গাপুজোর এবার ৬৭ তম বর্ষ। এবারের থিম ‘বেনারস ঘাট’। এই থিমের মাধ্যমে বারানসীর চেট সিং ঘাটে কী ভাবে সন্ধ্যারতি করা হয় তা তুলে ধরা হয়েছে।

Durga Puja : ‘পুকুর পাড়ে লাল পাড় শাড়ি, রাঙা পায়ে মন্দিরে প্রবেশ দেবীর!’ দুর্গার বোধনেই অলৌকিক ঘটনা হাওড়ায়
৯. নিবাস স্মৃতি সংঘ

নিবাস স্মৃতি সংঘের দুর্গাপুজোর এবার ৫১ তম বর্ষ। তাদের থিম ‘আরশিনগর’। পরিবেশ বান্ধব সামগ্রী ও আলোর দ্বারা সুসজ্জিত করা হয়েছে এই মণ্ডপকে। এখানে দেবীকে পরিবেশের আদলে ফুটিয়ে তোলা হয়েছে।

১০. সবুজ সংঘের দুর্গাপুজো

সবুজ সংঘের দুর্গাপুজোয় এবার ৪০ তম বর্ষে পদার্পণ করল। এবারের বাজেট প্রায় ৫০ লাখ টাকা। থিম ভাবনায় রয়েছে ‘মায়ানমারের গোল্ডেন টেম্পেল’, এটি মায়েনমারের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির। অনেক বৌদ্ধ মূর্তি বিশিষ্ট এই মন্দিরের প্রতি রুপ তুলে ধারা হয়েছে বর্ধমানবাসীর কাছে। মণ্ডপের শুরুতে রয়েছে দুটি বড় মন্দির ও সাথে আরো ছোট ছোট মন্দির। এই মণ্ডপ গুলি তৈরি হয়েছে ফাইবার গ্লাস দিয়ে বলে জানিয়েছে পুজো উদ্যোক্তারা। মূল মণ্ডপের ভিতর রয়েছে ধ্যানমগ্ন বুদ্ধ মূর্তি। তারপর মাটি ও সিফন সুতোর মিশ্রণে তৈরি হয়েছে দুর্গা মূর্তি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *