Durga Puja 2023 : হাওড়ায় পুজো পরিদর্শনে কাল রাজ্যে আসছেন নাড্ডা – bjp all india president jagat prakash nadda is coming to kolkata to visit puja


এই সময়: অমিত শাহের পর এ বার বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা আসছেন কলকাতার পুজো পরিদর্শনে। সব কিছু ঠিকঠাক থাকলে তিনি শনিবার সপ্তমীর দিন সকালে কলকাতায় আসবেন। বিমানবন্দর থেকে তিনি হাওড়ায় যাবেন পুজো উদ্বোধন করতে। সেখান থেকে নাড্ডার গন্তব্য শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো মণ্ডপ।

নিউ মার্কেট সর্বজনীনের পুজো মণ্ডপেও তিনি যাবেন বলে বিজেপি সূত্রে খবর। এ সবের ফাঁকে নিউটানউনের হোটেলে রাজ্য-বিজেপি নেতাদের সঙ্গে ঝটিতি বৈঠকও করার কথা নাড্ডার। রাজনৈতিক মহলের নজর ছিল, বালুরঘাটে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এলাকার দুর্গাপুজোয় নাড্ডা যান কি না। এখনও পর্যন্ত যা খবর, তাতে নাড্ডার বালুরঘাট যাওয়ার কোনও পরিকল্পনা নেই।

কলকাতা এবং হাওড়ার কিছু পুজো মণ্ডপ ঘুরে দিল্লির বিমান ধরবেন তিনি। বঙ্গ-বিজেপির ক্ষমতাসীন শিবির চেয়েছিল, শাহ অথবা নাড্ডার মধ্যে কেউ একজন পুজোর মধ্যে বালুরঘাটের কোনও একটি পুজোর উদ্বোধনে আসুন। সেই মতো আর্জিও জানানো হয়েছিল দিল্লিতে। কিন্তু শাহ শুধু কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর উদ্বোধন করেই চলে গিয়েছেন। নাড্ডাও সম্ভবত বালুরঘাটে যাচ্ছেন না।

রাজ্য বিজেপির এক পদাধিকারীর কথায়, ‘অমিত শাহ কলকাতায় বিজেপি কাউন্সিলারের পুজো উদ্বোধনে গেলেন, অথচ বালুরঘাটে সুকান্ত মজুমদারের পুজোয় গেলেন না। একইভাবে নাড্ডা হাওড়ায় জেলাস্তরের এক বিজেপি নেতার পুজো উদ্বোধন করতে যাচ্ছেন। তিনি চাইলেই বালুরঘাট যেতে পারতেন। তাহলে উত্তরবঙ্গকেও যে বিজেপি যথেষ্ট গুরুত্ব দেয়, সেই বার্তাও দেওয়া যেত।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *