Mimi Chakraborty: ষষ্ঠীতে সুখবর, বলিউডে প্রথম ছবি মুক্তির দিন ঘোষণা মিমি…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সারা বাংলা মেতে উঠেছে দুর্গার আরাধনায়। মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও। পুজোয় মুক্তি পেয়েছে একগুচ্ছ ছবি। তারমধ্যে অন্যতম শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায়(Nandita Roy) পরিচালিত ‘রক্তবীজ’(Raktabeej)। ছবি মুক্তির একদিন পরেই ষষ্ঠীতে বলিউডে প্রথম ছবির দিন ঘোষণা করলেন মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)।

আরও পড়ুন- Shilpa Shetty-Raj Kundra Separation: ১৪ বছরের দাম্পত্যে ইতি শিল্পার! নেটপাড়ায় পোস্ট নায়িকার স্বামী রাজের…

মিমি বলিউডে পা রাখতে চলেছেন, সেই খবর ইতোমধ্যেই সবার জানা। তবে এবার ঘোষণা হল তাঁর সেই ছবি মুক্তির তারিখ। ২ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ (Shastry Virudh Shastry)। এই ছবিটিও পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। তাঁদের ‘পোস্ত’ ছবিটিরই হিন্দি রিমেক এই ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। একটি শিশুকে নিয়ে আবর্তিত হয়েছে ছবির গল্প। বাংলায় সেই শিশুর মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন মিমি, হিন্দিতেও সেই ভূমিকায় দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন- Kumar Sanu Bithday: জন্মদিনের সকালে দেবী দুর্গার আরাধনায় কুমার শানু

বাংলায় এই ছবিতে দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, মিমি চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, সোহিনী সেনগুপ্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়। হিন্দি ছবিতে মিমি ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছেন পরেশ রাওয়াল, নীনা কুলকার্নি ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীকা। উইন্ডোজ ও ভায়াকম স্টুডিওর যৌথ প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *