Sreebhumi Durga Puja Disneyland In Kolkata


মহালয়ার আগে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার দিন থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য মণ্ডপের দরজা খুলে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তারপর থেকে শ্রীভূমির ডিজনিল্যান্ড দেখার জন্য মণ্ডপে উপচে পড়েছে ভিড়। শ্রীভূমির ভিড়ের পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে এবার সতর্ক পুলিশ। জনাসমাগম সামাল দিতে আপাতত পুজো মণ্ডপের ভিতরে থাকা লাইট-সাউন্ড শো বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে সাধারণের জন্য প্যান্ডেল খুলে যাওয়ার পর মহালয়া ও প্রতিপদের দিন বিপুল জনসমাগম হয়েছিল শ্রীভূমিতে। ভিড়ের চাপে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ইএম বাইপাস ও ভিআইপি রোড। চরম সমস্যার মধ্যে পড়েন নিত্যযাত্রী ও গাড়িচালকরা। কিন্তু তারপর থেকে পুলিশি তৎপরতায় এখনও অবধি ভিআইপি রোড বা ইএম বাইপাসে ট্রাফিক জ্যাম লক্ষ্য করা যায়নি। ষষ্ঠী থেকে দশমী, পুজোর মূল দিনগুলিতেও কী যানজটহীন থাকবে শ্রীভূমির পুজো মণ্ডপ সংলগ্ন ভিআইপি রোড? মুখ খুলল বিধাননগর পুলিশ।

কী বলল বিধাননগর কমিশনারেট?

বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি ট্রাফিক ইন্দিরা মুখোপাধ্যায় এই সময় ডিজিটালকে বলেন, ‘শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সংলগ্ন ভিআইপি রোডে ট্রাফিকের কোনও সমস্যাই এখন নেই। আমি তিন বছরে বিধাননগর কমিশনারেটে ডিসিপি ট্রাফিক হিসেবে কাজ করছি। শেষ দু’বছর ধরে আমাদের যা ব্যবস্থাপনা ছিল, সেই অনুযায়ী গোটা সিস্টেম কাজ করছে। পার্শ্ববর্তী কমিশনারেট ও জেলা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে আমরা কাজ করছি।’

Sreebhumi Pandal 2023 : ডিজনিল্যান্ড দেখতে হাজির রাজ্যপাল, তৃতীয়ার ভিড় সামলে যানজট কেমন?
ডিসিপি ট্রাফিক আরও বলেন, ‘বিধাননগর পুলিশের একার পক্ষে কখনই ভিআইপি রোডের ট্রাফিক মসৃণ করা সম্ভব নয়। কলকাতা পুসিশ, ব্যারাকপুর ও বারাসত পুলিশের সাহায্য না পেলে ভিআইপি রোডে যানজট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সব জায়গায় চতুর্থী থেকে পুজোর বিশেষ ব্যবস্থা চালু হয়। মহালয়া ও প্রতিপদের দিন আশেপাশে কারও ব্যবস্থাপনা ছিল না। সেই কারণে ওই দু’দিন একটু সমস্যা হয়েছে। পরবর্তী দিনগুলো তারা বাড়তি বাহিনী মোতায়েন করার পর থেকে সমস্যা মিটে গিয়েছে। আমরা বিশ্বাস ভিআইপি রোডে আর কোনও সমস্যা হবে না।’

শ্রীভূমিতে বন্ধ লাইট শো

ভিড়ের চাপের কারণে শ্রীভূমির লাইট শো বন্ধ করে দেওয়ার পরামর্শ দেয় পুলিশ। সেই পরামর্শ মেনেই পুজো মণ্ডপের ভিতর বন্ধ করে দেওয়া হয়েছে লাইট শো। বৃহস্পতিবার এই সময় ডিজিটালকে এমনটাই জানিয়েছেন শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের সম্পাদক দিব্যেন্দু কিশোর গোস্বামী। আগামী দিনে এই বিশেষ লাইট শো চালু করা হয় কি না, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *