Traffic Update in Kolkata : ষষ্ঠীর সন্ধ্যায় সব রাস্তা এসে মিশেছে কলকাতায়, কোন রাস্তায় যানজট নেই? – kolkata traffic police update on sasthi for durga puja 2023


মহা ষষ্ঠীর প্যান্ডেলমুখী গোটা কলকাতা। আগামী তিনদিনের অপেক্ষায় না থেকে পায়ে পায়ে প্রতিমা দর্শনে বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষ। উত্তর থেকে দক্ষিণ গোটা কলকাতায় ছোট বড় পুজো মণ্ডপগুলিতে ভিড় জমতে শুরু করেছে বিকেলের পর থেকেই। যান চলাচলে নিয়ন্ত্রণ করতে আপ্রাণ চেষ্টা কলকাতা পুলিশের।

কোন রাস্তায় মানুষের ঢল?

দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক, চেতলা, নিউ আলিপুরের রাস্তায় ভিড়ের পরিমাণ অনেকটাই বেশি। উত্তর কলকাতায় শোভাবাজার, বাগবাজার, গিরিশ পার্ক এলাকায় মানুষের ঢল নেমেছে। চিরাচরিত ভাবে শ্রী ভূমি পুজোর জন্য ভিআইপি রোড যান চলাচল কিছুটা স্লো রয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর জন্যে শিয়ালদা চত্বরেও গাড়ির চাপ রয়েছে। নিউ আলিপুর পেট্রল পাম্পের কাছে ট্রাফিক কিছুটা স্লো গতিতে চলছে।

মহা ষষ্ঠী থেকেই ভিড়

মহা ষষ্ঠীর রাতে থেকেই মানুষের ঢল নেমেছে রাস্তায়। ভিড় সামলাতে এবার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। পাশাপাশি, অতিরিক্ত স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে পুলিশের তরফে। এবার পুজোর কারণে কলকাতা শহরে প্রায় ৫ হাজার অতিরিক্ত সেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।

কোথায় যান চলাচল স্লো

গাড়ি ব্রেক ডাউন হওয়ার কারণে সন্ধ্যা আটটার পর থেকে এজিসি ফ্লাইওভার থেকে পার্ক সার্কাস ৭ পয়েন্ট যাওয়ার রাস্তায় ট্রাফিকের গতি কিছুটা স্লো রয়েছে। মা ফ্লাইওভারে ৪ নং ব্রিজের কাছে গাড়ি ব্রেক ডাউন করার জন্য ই এম বাইপাস যাওয়ার রাস্তাতেও ট্রাফিক কিছুটা স্লো চলছে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে।


মহালয়ার দিন ভিড় দেখে চিন্তার ভাঁজ পড়েছিল কলকাতা পুলিশদের কপালে। গত শনিবার এবং রবিবার কলকাতা উত্তর থেকে দক্ষিণ থেকে যানজট বাড়তি চাপ বাড়িয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের। স্বাভাবিক ভাবেই, চতুর্থী থেকে আগামী নবমী পর্যন্ত কলকাতার রাস্তায় ট্রাফিক সামলাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার পরিকল্পনা করা হয়েছে কলকাতা পুলিশের তরফে।

Kolkata Traffic Police : কোন মণ্ডপ ফাঁকা, কোথায় দীর্ঘ লাইন? ক্লিক করলেই জানতে পারবেন কলকাতার পুজোর হালহকিকত
কলকাতা উত্তর থেকে দক্ষিণ যান চলাচল স্বাভাবিক রাখার ব্যাপার সর্বতভাবে চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে। পাশাপাশি, দুর্গাপুজোর জন্য এ বছর প্রথম একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কলকাতার সেরা ১৭টি পুজোর কোথায় কতক্ষন দর্শনার্থীদের সময় লাগবে প্রতিমা দর্শন করতে তার একটা হিসেব দেওয়া হচ্ছে লাইভ। কলকাতা পুলিশের তরফে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *