Belur Math Kumari Puja 2023 : ঘরে বসেই দেখুন বেলুড় মঠের কুমারী পুজো, কখন-কোথায় দেখা যাবে? – belur math kumari puja 2023 timing and it will live telecast on dd bangla


সারা রাজ্যের পাশাপাশি বেলুড় মঠেও চিরাচরিত রীতি ও প্রথা মেনে চলছে দুর্গা পুজো। প্রতি বছরই বহু দূরদূরান্ত থেকে বেলুড় মঠের পুজোয় যোগ দেন মানুষ। থাকেন মঠের ভক্তবৃন্দরাও। বেলুড় মঠের পুজোর বিশেষ আকর্ষণ কুমারী পুজো। নিয়ম মেনে প্রতিবছরই আয়োজিত হয় বেলুড়ের কুমারী পুজো।

কুমারী পুজোর ইতিহাস
ইতিহাস বলছে স্বয়ং স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে এই কুমারী পুজোর সূচনা করেন। সেই সময় বেলুড় মঠে উপস্থিত ছিলেন স্বয়ং শ্রী শ্রী সারদাদেবী। স্বামীজি মা সারদার উপস্থিতিতে ৯ জন বালিকাকে কুমারীরূপে পুজো করেন। কুমারী পায়ে অর্পণ করেন পুষ্পাঞ্জলী ও পুজোর শেষে তাদের প্রণামীও দেন। সেই শুরু, তারপর থেকে আজও বেলুড় মঠে একইভাবে পুজো করা হয় কুমারীদের। মূলত ৫ থেকে ৭ বছরের মধ্যে কুমারীদেরই দেবীজ্ঞানে পুজো করা হয় বেলুড় মঠে। রীতিমতো বেনারসি শাড়ি এবং নানবিধ গয়নায় সাজিয়ে পুজো করা হয় ছোট্ট কুমারীকে।

কুমারী পুজোর নির্ঘণ্ট
দুর্গাপুজোর অষ্টমীর দিন কুমারী পুজো হয় বেলুড় মঠে। নির্ঘণ্ট বলছে অষ্টমীর দিন ভোর ৫টা ৪০ মিনিটে হবে শ্রী শ্রী দেবীর অষ্টমীবিহীত পূজারম্ভ। তারপর সকাল ৯টায় কুমারী পুজো। আবার সন্ধ্যা ৭টা ৩৬ মিনিট থেকে ৮টা ২৪ মিনিট পর্যন্ত চলবে সন্ধিপুজো।

Belur Math Durga Puja 2023 Live

বেলুড় মঠের পুজোর সরাসরি সম্প্রচারের সময়সূচি (সূত্র-বেলুড় মঠের ফেসবুক পেজ)


সরাসরি দেখা যাবে কুমারী পুজো

কুমারী পুজো দেখতে কার্যত ঢল নামে দর্শনার্থীদের। এবারেও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে। তবে যাঁরা যেতে পারবেন না, তাঁদের দুশ্চিন্তার দরকার নেই। কারণ, বেলুড়ের কুমারী পুজো বাড়ি থেকে বসেই সরাসরি দেখতে পারবেন না। ডিডি বাংলায় সরাসরি দেখানো হবে বেলুড় মঠের কুমারী পুজো। সেক্ষেত্রে সকাল ৯টা থেকে ৯টা ৫০ মিনিট পর্যন্ত লাইভ টেলিকাস্ট হবে কুমারী পুজোর। আর শুধু কুমারী পুজোই নয়, সন্ধিপুজো বা নবমী ও দশমীর পুজোরও সরাসরি সম্প্রচার করা হবে ডিডি বাংলায়। এমনকী প্রতিমা নিরঞ্জনও সরাসরি দেখতে পারবেন মানুষ।

ভোগের সময়
পুজোর সময় ভোগ বিতরণেরও আয়োজন থাকে বেলুড় মঠে। দুর্গাপুজোয় বেলুড় মঠে ভোগ প্রসাদ বিতরণের সময় দুপুর ১২টা থেকে। মা সারদা সদাব্রত ভবন থেকে ভোগ প্রসাদ সংগ্রহ করতে পারেন ভক্ত ও দর্শনার্থীরা। প্রতিবারের মতো এবারেও বেলুড় মঠের পুজো ঘিরে মেতে উঠেছেন ভক্তরা। পুজোর বাকি দিনগুলিতে ভিড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *