Kolkata Traffic Report: সপ্তমীতে ট্রাফিকের অগ্নিপরীক্ষা, প্যান্ডেল হপিংয়ের ক্রেজ এড়িয়ে কোন রাস্তায় মুশকিল আসান দেখে নিন একনজরে – kolkata traffic report of 21 october durga puja saptami here are the detail information of roads


বছর ভরের অপেক্ষা, ড্রেস রিহার্সাল শেষে উৎসবের মূল পর্বে প্রবেশ বাংলার। উৎসব মুডে গোটা রাজ্য। পুজোর ছুটিতে মজে চাকুরিজীবীরাও। আজ মহাসপ্তমী, সকাল থেকে কলাবউ স্নানের মাধ্যমে মণ্ডপে মণ্ডপে পুজোর্চনা শুরু হয়ে গিয়েছে। দেবী আবাহনে মেতে গোটা বাংলা।

অফিস থেকে স্কুল-কলেজ সমস্ত কিছু ছুটি। উৎসবের কলকাতায় ছুটির সকালে রাস্তা ভগ্ন হৃদয় প্রেমিক প্রেমিকার মনের মতোই ফাঁকা ও হুহু করছে। কলকাতা ট্রাফিক কন্ট্রোল সূত্রে খবর, কোথাও কোনও দুর্ঘটনা বা সমস্যার কোনও খবর নেই। কিন্তু ধূ ধূ করা কলকাতার রাস্তা বেলা বাড়লেই বদলাবে রূপ। যত সময় এগোবে, ততই রাস্তায় বাড়বে ভিড়।

সপ্তমীতে অবশেষে ঠাকুর দেখার সুযোগ চাকুরিজীবীদের কাছে। সকালে উঠে আজ আর অফিসের জন্য তৈরি হওয়ার তাড়া নেই। ধীরে সুস্থে প্রাতঃরাশ সেরে কাগজে চোখ বুলিয়ে শুধু প্ল্যান ছকে নিতে হবে আজ শহরের কোনদিকে হবে প্যান্ডেল অভিযান। বেলা বাড়লেই উত্তর থেকে দক্ষিণ শহরের রাস্তায় নামবে জনতার ঢল। সামান্য হলেও ফাঁকায় ঠাকুর দেখতে আদর্শ সময় দুপুর।

Sreebhumi Sporting Durga Puja Pandal: ভিড় ঠেলে ডিজনিল্যান্ড দেখতে রাজি নন, ঘরে বসেই লাইভ দেখুন শ্রীভূমির পুজো
কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, আপাতত শহরের কোনও রাস্তা বন্ধ নেই। কিন্তু সন্ধেয় ভিড় বাড়লে পরিস্থিতি বুঝে যান নিয়ন্ত্রণ করা হবে। যদিও শ্রীভূমি স্পোর্টিং থেকে হাতিবাগান সার্বজনীন, একডালিয়া টু শিবমন্দির মূল সড়কে ভিড়ের চাপে সন্ধের পর থেকে গত কয়েকদিনে পরিবর্তিত অটো রুট। ঘুরপথে চলছে অটো, সঙ্গে স্পেশাল পুজো সার্জও লাগছে বলে দাবি যাত্রীদের। সন্ধের পর লেকটাউন ভিআইপি, উল্টোডাঙা টু শোভাবাজার, কসবা থেকে গড়িয়াহাট, হাজরা থেকে চেতলার রাস্তায় এদিন সন্ধে পেরোলেই বাড়বে ট্রাফিকের চাপ। এছাড়া থিমের লড়াইয়ে থাকা বিগ জায়েন্ট পুজো গুলোতে আজই ভিড় উপছে পড়ার মাহেন্দ্রক্ষণ। তাই সন্ধের পর ওই রাস্তায় হাতে সময় নিয়ে যাওয়া ভালো বলে পরামর্শ ট্রাফিকের। যদিও যান জট নিয়ন্ত্রণে ফুলপ্রুফ পরিকল্পনা তৈরি কলকাতা ট্রাফিক পুলিশের। সপ্তমীতে ট্রাফিক সচল রাখতে কড়া পরীক্ষার মুখে পুলিশ।

পুজোয় নিরাপত্তায় ৫০০০ পুলিশ

শহরের কোথায় কেমন ভিড়?

এখন শহরের রাস্তা ফাঁকা থাকলেও বিকেল পেরতেই তিলোত্তমায় জনসমুদ্র। কোথায় কেমন ভিড় তা জানাতে দর্শনার্থীদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা চালু করেছে পুলিশ। ভিড়োমিটার অর্থাৎ Q Time-এর মাধ্যমে ট্রাফিক পুলিশ জানিয়ে দেবে কোথায় কেমন ভিড়। একইসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে ট্রাফিক সংক্রান্ত কোনও সমস্যায় পড়লে ফোন করতে পারেন ট্রোল ফ্রি ১০৭৩-তে। মুহূর্তের মধ্যেই পৌঁছবে সাহায্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *