Traffic Update Today : সপ্তমীর সন্ধ্যাতে জনস্রোত! ভিড় এড়াতে কোন রাস্তায় হাঁটবেন? জানুন – traffic update kolkata on saptami durga puja time 2023


মহা সপ্তমীর সন্ধ্যায় লোকে লোকারণ্য গোটা শহর জুড়ে। উত্তর থেকে দক্ষিণ মণ্ডপ দর্শনে বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষ। স্বাভাবিকভাবেই, কলকাতার রাস্তায় যানজট সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। টালা থেকে টালিগঞ্জ একই অবস্থা শহরের যানজটের।

যানজটের কী অবস্থা?

লালবাজার কন্ট্রোল রুম সূত্রে খবর, সেন্ট্রাল এভিনিউ থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিট বন্ধ করে দেওয়া হয়েছে। শোভাবাজার স্ট্রিট, টালা ব্রিজ এবং দক্ষিণে চেতলার পুজোর জন্য নিউ আলিপুর চত্বরে ট্রাফিকের চাপ রয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, কলকাতার নামী পুজো মণ্ডপগুলির আশেপাশের রাস্তায় ট্রাফিকের চাপ বেশি। জনতার ঢল সামলাতে গিয়ে ট্রাফিকের গতি অনেকটাই স্লো হয়ে পড়েছে। গড়িয়াহাট থেকে ভিআইপি রোড, নিউ আলিপুরের একাধিক রাস্তা, শিয়ালদা চত্বরে যান চলাচল নিয়ন্ত্রিত হলেও অনেকটাই ধীর গতিতে চলছে।

রাস্তায় ভিড় দ্বিগুণ

রুবি মোড় থেকে রাসবিহারীর রাস্তায় রয়েছে বোসপুকুর শীতলা মন্দির, একডালিয়া, সিংহী পার্ক, হিন্দুস্তান পার্ক, ত্রিধারা সম্মিলনীর মতো পুজো। গড়িয়াহাট থেকে রাসবিহারী যাওয়ার রাস্তায় রয়েছে সিংহী পার্ক, হিন্দুস্তান পার্ক, ত্রিধারা পুজো। বিকেলের পর থেকেই এই সব রাস্তা গুলিতে ট্রাফিকের কিছুটা চাপ রয়েছে। রাসবিহারী এভিনিউ, সেন্ট্রাল এভিনিউ, লেক টাউনের মতো রাস্তায় বিকেলের পর থেকেই যানজটের চাপ অনেকটাই বেড়েছে।

Q Time এর ব্যবস্থা

কলকাতা পুলিশের তরফে এবার অতিরিক্ত স্বেচ্ছা সেবক রাস্তায় নামানো হচ্ছে। থাকছে অতিরিক্ত পুলিশ। পাশাপাশি, কলকাতার ১৭টি পুজোর প্রতিমা দর্শনে কতক্ষণ সময় লাগতে পারে তার জন্য লাইভ টেলিকাস্ট প্রযুক্তিতে সময় দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই লাইভ টেলিকাস্ট দেখেই নিজেদের অবস্থান সম্পর্কে অনেকটাই সাহায্য পাবেন দর্শনার্থীরা। দর্শকদের জন্য এই Q Time এর ব্যবস্থার প্রশংসা করেছেন অনেকেই।

Puchka Pandal in Kolkata : ‘অনেকে খেয়ে নিচ্ছেন, আটকাতে পারছি না!’ ফুচকার প্যান্ডেল নিয়ে মহা ঝামেলায় উদ্যোক্তারা
ট্রাফিক নিয়ম পালন

কলকাতা পুলিশের তরফে বাইক ও গাড়ি চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলাচলের জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে। মণ্ডপের সামনে গাড়ি পার্কিংয়ের বিষয়ে এবারে কড়াকড়ি করা হবে কলকাতা পুলিশের তরফে। পাশাপাশি, বাইক আরোহীদের জন্য হেলমেট পরার ব্যাপারেও রয়েছে স্পষ্ট নির্দেশিকা। পুজোর সময় যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। রাস্তায় বেরিয়ে ট্রাফিক সম্বন্ধিত কোনও সমস্যার জন্য ১০৭৩ টোল ফ্রি নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *