WB Teacher Recruitment : কবে ভাইভা! ধন্দে চাকরিপ্রার্থীরা, প্রশ্নে সিএসসি – when is viva question college service commission job aspirants


স্নেহাশিস নিয়োগী

পোস্ট (ভেকেন্সি লিস্ট) আগে না নিয়োগের বিজ্ঞাপন! নতুন বিতর্কে কলেজ সার্ভিস কমিশন (সিএসসি)। রাজ্যের ৪৫০টি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে ২০২০-র ডিসেম্বরে ৪৫টি বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল কমিশন। সেই মতো ৩৩ হাজারের বেশি প্রার্থী সিএসসি নির্ধারিত ফি দিয়ে আবেদন করেছিলেন। তবে ৩২ মাস পর চলতি বছরের সেপ্টেম্বরে তিন দফায় ২২টি বিষয়ের মোটে ৮০০ জনের নিয়োগ প্যানেল প্রকাশ করেছে সিএসসি।

তারপর আবার একমাসেরও বেশি বিরতি। তা নিয়েই শুরু কমিশন ও আবেদনকারীদের চাপানউতোর। চাকরিপ্রার্থীদের ক্ষোভ, কলেজে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের বিজপ্তি বেরিয়েছিল ৩৩ মাস আগে। কমিশন আড়াই বছর ধরে নানা বিষয়ে ইন্টারভিউয়ের পর ২২টি বিষয়ের মেধাতালিকা প্রকাশ করেছে। তা নিয়ে বিস্তর অভিযোগ থাকলেও তবু কোন বিষয়ে কত শূন্যপদ ও কারা প্যানেলে নথিভুক্ত হয়েছেন, সে চিত্র মিলছে না।

বাকি ২৩টি বিষয় নিয়ে সিএসসি কোনও উচ্চবাচ্যই করছে না। এ ব্যাপারে জানতে কমিশনের চেয়ারম্যান দীপক করকে বারবার ফোন করেও কথা বলা যায়নি। অবশ্য সিএসসি-র একাধিক কর্তার সাফাই, কিছু বিষয়ের নাকি এখনও কলেজে থেকে শূন্যপদই পাওয়া যায়নি। তাই ইন্টারভিউ শুরুই করা যায়নি। আর সেই সাফাই নিয়ে চাকরিপ্রার্থীদের পালটা দাবি, কলেজে শিক্ষক নিয়োগের শূন্যপদ যদি না থাকে, তা হলে প্রার্থীদের টাকা নিয়ে পৌনে তিন বছর আগে ফর্মপূরণ করতে বিজ্ঞাপন দিল কেন কমিশন।

পরিস্থিতিটা ঠিক কী রকম?

সিএসসি সূত্রেই খবর, বাংলা, স্যোশিওলজি, সংস্কৃত এবং সাঁওতালি সহ ১০টি বিষয়ে ইন্টারভিউ হলেও প্যানেল এখনও প্রকাশিত হয়নি। আর বাকি ১৩টি বিষয়ে ইন্টারভিউও হয়নি। তবে যে ১০টি বিষয়ে ইন্টারভিউ হয়েছে, সেগুলোর প্যানেল প্রকাশ হচ্ছে না কেন? কমিশনের একাধিক কর্তার দাবি, প্যানেল প্রকাশ ও কাউন্সেলিংয়ের মধ্যে যতদিনের অবসর থাকার কথা, পুজোর ছুটি এসে যাওয়ায়, তা মানা সম্ভব হবে না। তাই সংশ্লিষ্ট বিষয়ের প্যানেল প্রকাশ করা হয়নি।

WBPSC : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! কয়েক হাজার LDA নিয়োগ, দ্রুত বিজ্ঞপ্তি জারির পথে WBPSC
পুজোর ছুটি সেই সব বিষয়ের মেধাতালিকা প্রকাশ করা হবে। আর এখানেই প্রমাদ গুণছেন বিকাশ ভবনের আধিকারিকরা। তাঁদের কথায়, কমিশনের তরফে সিংহভাগ বিষয়ে প্যানেল না প্রকাশের যে সাফাই দেওয়া হচ্ছে, তা যুক্তিযুক্ত নয়। পরিবর্তনের সরকারের আমলেই অ্যানথ্রোপলজিতে একটি পদের জন্য ৭৪ জনের ইন্টারভিউ নেওয়ার নজিরও আছে। তবে ২০১৮-য় ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি ও উইমেন স্টাডিজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলেও এখনও ইন্টারভিউ হয়নি।

ফলে কমিশনের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন এই প্রথম নয়। উচ্চশিক্ষার এক কর্তার মতে, ইন্টারভিউ শুরুর আগে স্কোর শিট প্রকাশ না করার জেরে ইতিমধ্যে একাধিক মামলা হয়েছে। তার জেরে কমিশন ধীরে চলো নীতিও নিতে পারে।

চাকরিপ্রার্থী প্রসেনজিৎ মাইতির কথায়, ‘সিএসসি নেট-সেট উত্তীর্ণদের আবেদন গ্রহণ করেছে ২০২০-র ডিসেম্বর থেকে। ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে ২০২২-র জানুয়ারি মাসে। দেড় বছরের বেশি সময় ধরে ইন্টারভিউ নিয়েও ২৩টি বিষয়ে প্যানেলই প্রকাশ করতে পারেনি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *