জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বিশ্ব ফুটবলে আবারও নক্ষত্র পতন। প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার স্যর ববি চার্লটন। দীর্ঘদিন ধরেই ডিমেনশিয়ায় ভুগছিলেন তিনি। শেষনিঃশ্বাস ত্যাগ করলেন গতকাল, শনিবার। বয়স হয়েছিল ৮৬ বছর।
আরও পড়ুন: World Cup 2023: ৩৯৯ রানের জবাবে ১৭০, দক্ষিণ আফ্রিকার কাছে অসহায় আত্মসর্মপণ ইংল্য়ান্ডের
পেলের সমসাময়িক ছিলেন স্য়র ববি চার্লটন। এখনও পর্যন্ত একবারই বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। ১৯৬৬ সালের সেই বিশ্বকাপের অন্য়তম সেরা ফুটবলার ছিলেন স্যর ববি। পরিবারের তরফে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতেই মৃত্য়ু হয় তাঁর। শেষ সময়ের কাছে ছিলেন পরিবারের লোকেরাই। ২০২০ সালে মৃত্যু হয় স্য়র ববির ভাই জ্যাক। শেষের দিকে ডিমেনশিয়ায় ভুগেছিলেন তিনিও। এ বছরের জানুয়ারিতে আর এক ভাই গর্ডনের মৃত্যু হয় ক্যানসার এবং ডিমেনশিয়ার কারণে।
ম্যান ইউয়ের তরফে বিবৃতিতে লেখা হয়েছে, ‘শুধুমাত্র ম্যাঞ্চেস্টার বা ইংল্যান্ড নয়, বিশ্বের যেখানে যেখানে ফুটবল খেলা হয়েছে, সেখানকার লক্ষ লক্ষ লোকের হৃদয়ে ছিলেন স্যর ববি’। এই ক্লাবের হয়ে ৭৫৮টি ম্যাচে ২৪৯টি গোল করেছেন ইংল্যান্ডের এই কিংবদন্তী ফুটবলার। ১৯৬৮ সালে ক্লাবকে প্রথম বার ইউরোপিয়ান কাপ (এখন চ্যাম্পিয়ন্স লিগ) চ্যাম্পিয়ন করেছিলেন তিনি।
Sir Bobby Charlton CBE, 1937-2023.
Words will never be enough.
— Manchester United (@ManUtd) October 21, 2023
দিয়েগো মারাদোনা এবং পেলের পর সাম্প্রতিক কালে আর এক বিশ্বজয়ী ফুটবলার চলে গেলেন।
আরও পড়ুন: Virat Kohli | IND vs BAN: বিরাট কোহলি ‘স্বার্থপর’ ? ঝড় উঠেছে বাইশ গজে, বিস্ফোরক প্রাক্তন তারকা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)