হুগলির সোমড়া সেন বাড়িতে পূজিতা ‘তিন’ হাতের দেবী দুর্গা, ২৬৩ বছরের পুজোর সঙ্গে জড়িয়ে অজানা কাহিনি – hooghly somra sen bari puja is 263 years old their durga idol have a unique significance


Durga Puja: ১৭৬০ সাল খেকে দীর্ঘ ২৬৩ বছর ধরে দুর্গা পুজো হয়ে আসছে হুগলির সোমড়া সেন বাড়িতে। দিল্লির সম্রাট শাহের আমলে রায় রায়ন উপাধি পান রাজা রামচন্দ্র সেন তার হাত ধরেই, সোমড়ায় ২২ বিঘা জমির উপর বাড়ি এবং মন্দির স্থাপন করেন। সোমড়া সেন বাড়ি বিখ্যাত তিন হাতের দুর্গার জন্য। দীর্ঘদিন ধরেই এই পুজো হয়ে আসছে বংশ পরম্পরায়। বর্তমান প্রজন্ম এই পুজোর হাল ধরেছে। নানান ইতিহাস ও উপাচার জড়িয়ে রয়েছে এই পুজোর সঙ্গে। প্রতিপদ থেকে শুরু হয় দেবী দুর্গার আহ্বান। সেইমতো ষষ্ঠীর দিনও মাকে বরণ করে নেন পরিবারের মহিলারা। দশমীর দিন বরণ করেই বিদায় জানানো হয় মাকে । এই উপলক্ষে পরিবারের দেশ-বিদেশে থাকা সদস্যরা পুজোর চার দিন হাজির হয় এখানে । খাওয়া, দাওয়া,পুজোপাট সবই চলে মা দুর্গার আরাধনার মধ্যে দিয়ে ।

পুজো শুরুর গল্প

পরিবার সূত্রে জানা যায়, রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে রাজা রাম চন্দ্র সেনের বাবার দ্বন্দ্ব তৈরি হয়। রামচন্দ্র সেনের বাবা কৃষ্ণরাম ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রী।তাকে বন্দি বানান কৃষ্ণচন্দ্র । বাবাকে বন্দি থেকে মুক্ত করতে ছুটে যান দিল্লি ও বাংলার রাজধানী মুর্শিদাবাদে। রাজা রামচন্দ্র দিল্লির সম্রাট মহম্মদ শাহের কাছে নিজের যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠিত হন। পরবর্তীকালে বাবাকে মুক্তি ও রায় রায়ান উপাধি পান।পরবর্তীকালের বলাগড়ের সোমড়াতে স্থায়ী বসবাস শুরু করেন। এখানেই তৈরি হয় দারুকাঠের দুর্গা মন্দির ও বসতবাড়ি। পরবর্তীকালে বর্গী আক্রমণে নষ্ট হয় মন্দির। পরে ইট, চুন ও সুরকি দিয়ে তৈরি করা হয় স্থায়ী মন্দির। সেন বাড়ির সপ্তম প্রজন্ম রঞ্জন কুমার সেন বলেন, তৎকালীন সময়ে জানা যায় স্বপ্ন দেশে ত্রিভুজাদেবী আবির্ভূত হয়েছিলেন। আর সেই থেকেই এই বাড়িতেই চলে আসছে এক চালার মা দুর্গার পুজো

ত্রিভূজা দুর্গা আরাধনা

কথিত আছে মানুষের রজ,তম, গুণের জন্যই মায়ের তিন হাত। আবার কেউ বলেন সুষমা, ইরা, পিঙ্গলা নাড়ির জন্যই মায়ের এই ত্রিভুজা রূপ। যদিও শাস্ত্র মতে মা দুর্গার দশভূজা রূপ বর্ণনা করা আছে। সেই কারণে মা দুর্গার পিছনে বাঁদিকে তিন হাত, ডানদিকে রয়েছে ছোট চার হাত । সেটি কাপড় এবং চুলে আবৃত। মায়ের বাঁ দিকের দুটি হাতে এক হাতে খড়গ ও এক হাতে ত্রিশূল। ডানদিকের এক হাতে সর্প ও মহিষাসুরের কেশ ধরে রয়েছেন। এক চালার মধ্যেই অধিষ্ঠান করছেন লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী।

Kanak Durga Temple: দুর্গাপুজোয় কনক দুর্গা মন্দিরে বিশেষ আয়োজন, দেবীর জন্য প্রস্তুত নানা ধরনের ভোগ

বাঁশের দোলায় বিসর্জন

ষষ্ঠীর দিন সেন পরিবারের মহিলারা মাকে বরণ করে ঘরে তোলেন এবং বিসর্জনের দিন বেদীতেই বরণ করে বিদায় জানান। অতীতে ছাগ ও মোষ বলির প্রচলন ছিল কিন্তু কালক্রমে ছাঁচি কুমড়ো ও ফল বলির রীতি রয়েছে পুজোর চার দিন। এছাড়া প্রতিবছরই মা দুর্গাকে গঙ্গায় বাঁশের দোলায় বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়। সেই বাঁশেই পরের বছর জন্মাষ্টমীতে কাঠামো পুজোয় কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়। এই যোগসূত্রেই প্রতিবছর পুজো করে আসে সেন পরিবার। । আজও সেন বাড়িতে পুজোর কটা দিন দেশ-বিদেশ থেকে আসেন আত্মীয়-স্বজনরা। একসঙ্গে পুজোর চার দিন চলে খাওয়া-দাওয়া।

এলিনা দত্ত এর বিষয়ে

এলিনা দত্ত
এলিনা দত্ত সিনিয়র ডিজিটাল কনটেন্ট প্রোডিউসার

ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।Read More

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ

Get all the latest news on Durgotsav 2021, মহালয়া , Bodhon, Durga Puja in Bengal, বোধন , mahashtami celebration and much more from Eisamay.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *