Disneyland Pandal : শ্রীভূমির মণ্ডপকে টেক্কা আরেক ডিজনিল্যান্ডের, ভিড় বাড়ছে প্রতি মুহূর্তে – sreebhumi pandal 2023 disneyland theme can compete habra puja pandal


কলকাতা না হাবড়া? ডিজনিল্যান্ড কোথায় বেশি মোহময়ী, বেশি আকর্ষণীয়? বিচার করবেন দর্শকরা! তবে কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর পাশাপাশি হাবড়ার ডিজনিল্যান্ডও ধারে ভারে কোনও অংশে কম নয়। দর্শনার্থীদের ভিড় ইঙ্গিত দিচ্ছে সেদিকেই।

ভিড়ের রেকর্ড হাবড়ার পুজোয়

তবে কি নিখুঁতভাবে ডিজনিল্যান্ড ফুটিয়ে তোলায় শ্রীভূমিকে পিছনে ফেলে এগিয়ে গেল হাবড়ার প্রফুল্লনগর ক্লাবের দুর্গাপুজো? গত কয়েক বছরের ভিড়কে ছাপিয়ে এ বছরের মানুষের ভিড় যেন সেই কথাই বলছে। বিকেলের পর থেকেই হাবড়ার প্রফুল্লনগর এলাকার এই ডিজনিল্যান্ড দেখতে সুনামি হাবড়ায়। শুধু মণ্ডপ নয়, সঙ্গে চলছে আলোর খেলা। যত রাত গভীর হচ্ছে ততই ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

কী বলছেন দর্শনার্থীরা?

এক দর্শনার্থী জয়ন্তী দাস বলেন, ‘শ্রীভূমির থেকে আমার এটা ভালো লেগেছে। এটা অনেকটাই আসল ডিজনিল্যান্ড এর মতো করেছে। সঙ্গে সুন্দর লাইটের কাজ।’ ডিজনিল্যান্ড টানছে খুদেদেরও। এক খুদে দর্শনার্থী নৈনিতা দাস আমাদের জানাল, ‘আমার তো খুব ভালো লেগেছে টা। মিকি মাউস মনে হচ্ছিল সত্যিকারের।’

আসছেন ভিন জেলার দর্শনার্থীরাও

ইতিমধ্যেই কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পাশাপাশি প্রফুল্লনগরের এই পুজো মণ্ডপ মন কেড়েছে সাধারণ মানুষের। পাশাপাশি আলোর খেলা আকৃষ্ট করেছে আপামোর জনগণকে। হাবড়ার প্রফুল্লনগরের ৭৩ বছরের প্রাচীন এই পুজো। গোটা মণ্ডপ নিখুঁত ভাবে প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে সাজিয়ে তুলছেন কল্যাণগড় ক্রিয়েটিভ ডেকোরেটরস। মানুষের ব্যাপক ভিড় সামাল দিতে অনেকাংশেই চওড়া করা হয়েছে প্রবেশদ্বার। যার ফলে প্রচুর মানুষ একসঙ্গে প্রবেশ করতে পারছেন মণ্ডপে।

প্রচারে এগিয়ে শ্রীভূমি

তবে প্রচারের দিক থেকে হাবড়ার থেকে অনেক অনেক গুণে এগিয়ে ছিল কলকাতার অন্যতম বিগ বাজেটের শ্রীভূমির পুজো। বিশ্ব তারকা ফুটবলার রোনালডিনহো থেকে বলিউড কুইন বিদ্যা বালান। কে আসেননি শ্রীভূমির প্রচারে। যদিও ঘণ্টার পর ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে শ্রীভূমি ডিজনিল্যান্ড দেখে এসেছে তাঁদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছে নিজের মতো করে। পাশাপাশি, দর্শনার্থীদের একাংশের মতে অনেকের নজরেই হাবড়া শ্রীভূমির থেকে অনেকটাই এগিয়ে। হয়তো সেইভাবে প্রচার পায়নি, কিন্ত যে দেখেছে সেই বলেছে পারফেক্ট!

Disneyland: শ্রীভূমির প্যান্ডেলে ফিদা! ডিজনিল্যান্ড যেতে কত খরচ পড়বে জানেন?
আলোর খেলা বাড়তি আকর্ষণ

পুজো চালুর তিনদিনের মধ্যেই লাইট শো বন্ধ করে দিতে হয় শ্রীভূমিতে। তবে হাবড়ার ডিজনিল্যান্ড আলোর খেলা মন টানছে দর্শকদের। ভিড় দেখে উচ্ছ্বসিত পুজো উদ্যোক্তারাও। দর্শকদের বিচারে পারফেকশন-এর দিক থেকে অনেকটাই এগিয়ে হাবড়ার ডিজনিল্যান্ড বলে ধারণা অনেকেরই। অনেকেই বলছেন, হুবহু প্যারিসের ডিজনিল্যান্ডকে তুলে ধরেছে জেলার প্রাচীন এই পুজো কমিটি। শিল্পীদের হাতের কাজ অনবদ্য। সঙ্গে মানানসই আলোর খেলা। দুই ডিজনিল্যান্ড এর মধ্যে জিতলে কে? শেষমেষ বলবেন আপনারাই!

মোবাইলে পুজোর চান?, সমস্ত খবর-ছবি-ভিডিয়োর জন্য ক্লিক করুন এখানে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *