Jairambati Kumari Puja : মহাঅষ্টমীর পুণ্য লগ্নে নারীশক্তির আরাধনা, জয়রামবাটিতে রীতি মেনে হল কুমারী পুজো – jairambati kumari puja organised as per the rituals on ashtami puja occasion


শাস্ত্র বিধি মেনে মহা অষ্টমীর পুজো মা সারদার জন্ম ভিটে জয়রামবাটিতে। অনুষ্ঠিত হল কুমারী পুজোও। পুজোয় ভিড় জেলার দর্শনার্থীদের। কুমারী পুজো দেখতে নামল মানুষের ঢল।

কীভাবে শুরু পুজো?

সালটা ছিল ১৯২৫। মা সারদার জন্ম ভিটে জয়রামবাটিতে ঘটে এবং পটে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। আর এর ঠিক সাত বছর পর মূর্তি নির্মাণ করে ধুমধাম করে শুরু হয় দেবী দুর্গার পুজো। একটা সময় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাঁর স্ত্রী সারদা দেবীকে জগত জননী শক্তিরূপে আরাধনা করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেবের পরম শিষ্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন মা সারদা মা নয় তিনি সাক্ষাৎ দশভূজা।

শাস্ত্র বিধি মেনে পুজো

সম্পূর্ণ শাস্ত্র বিধি মিনি পুজো সম্পন্ন হয় জয়রামবাটীর মাতৃ মন্দিরে। জয়রামবাটী মাতৃ মন্দিরের মহারাজ পররূপানন্দজি জানান, দুর্গাপুজোর সঙ্গে কুমারী পুজোর সমাজের জন্য একটা খুব ভালো বার্তা। যদিও রামকৃষ্ণ মিশনের শুরু হয় এই কুমারী পুজোর। তবুও যেসব অন্যান্য সংস্থা এই কাজে ব্রতী তাঁদের চালিয়ে যাওয়া উচিত’।

কুমারী পুজো

আজ মহাঅষ্টমীর পুণ্য লগ্নে শুরু হয় কুমারি পুজো। শাস্ত্রে যেটি উল্লেখ রয়েছে সেটিকে মেনেই এই কুমারী পুজো সম্পন্ন হয়। প্রতি বছরই নয় বছরের নিচে এক ব্রাহ্মণ কুমারী মেয়েকে বেছে নেওয়া হয় মা কুমারী রূপে পূজিত করার জন্য। এই বছর কুমারী রূপে পূজিত হল কোতুলপুর নিবাসী সাড়ে পাঁচ বছরের মেয়ে তুহিনা ভট্টাচার্য্য। রীতি মেনেই মায়ের পুরনো বাড়ি থেকে কুমারীকে নিয়ে আসা হয় দুর্গা মণ্ডপে সেখানেই শুরু হয় কুমারীর আরাধনা। জয়রামবাটি মাতৃ মন্দিরের এই কুমারী পুজোকে দর্শন করতে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষের ভিড়ও লক্ষ্য করা গেল।

Bankura Durga Puja Pandal 2023 : ‌বুর্জ খলিফা থেকে কোয়েম্বাতুরের আদি যোগীর মন্দির, দেখে নিন বাঁকুড়ার সেরা ১০ পুজো
কী জানালেন দর্শনার্থীরা?

কুমারী তুহিনা ভট্টাচার্যের ঠাকুমা শর্বানী ভট্টাচার্য জানান, ‘আমাদের চরম সৌভাগ্য যে এই মাতৃ মন্দিরের আমার নাতনি কুমারী রূপে পূজিত হয়েছে।’ কলকাতা থেকে আগত এক দর্শনার্থী সঞ্জয় মিত্র জানান জয়রামবাটির কুমারী পুজো দেখে মন ভরে গেল,। স্বামী বিবেকানন্দ কাশ্মীরে প্রথম একটি মুসলিম মেয়েকে নিয়ে এই পুজোর সূচনা করেছিলেন। এখন বিভিন্ন মঠে মঠে এই রীতি চলছে। প্রতিবছরই এখানে তিনি চলে আসেন এই পুজোকে দেখার জন্য। জেলার বাইরে থেকেও প্রচুর মানুষ এসেছেন এই কুমার পুজো দেখতে।

বাড়িতে বসেই দেখুন পুজোর নানা খবর, সমস্ত খবর-ছবি-ভিডিয়োর জন্য ক্লিক করুন এখানে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *