Kalyani ITI More Durga Puja 2023 : কল্যাণীর আইটিআইয়ের পুজোয় জনস্রোত, স্টেশনে বাড়তি সময় দাঁড়াচ্ছে ট্রেন? মুখ খুলল রেল – kalyani iti more durga puja 2023 visitors getting extra stoppage time by indian railway at kalyani station


স্টেশনে এসে থামল ট্রেন! যাত্রীরা ভিড় ঠেলাঠেলি করে ট্রেনে উঠছেন। উঠছেন তো উঠছেনই। ট্রেন দাঁড়িয়ে আছে স্টেশনে। সাধারণ স্টপেজ টাইমের জায়গায় অতিরিক্ত সময় ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ট্রেনকে। ভিড়ের চাপ এতটাই। স্টেশনের নাম কল্যাণী স্টেশন। উপলক্ষ্য, কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পুজো।
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় এরকম একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল) ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কল্যাণী স্টেশনে যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে রয়েছে। সেখানে ভিড়ের চাপে যাত্রীদের উঠতে অনেকটা সময় লাগছে। সময়ের থেকে অনেকটা বেশি সময় ধরে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন।

রেল কী জানাচ্ছে?

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানালেন, ট্রেনের স্টপেজ টাইম বাড়ানো হয়নি। তবে এটা ঠিক নির্দিষ্ট কোনও পুজো মণ্ডপের ভিড়ের কারণে ট্রেন কিছুক্ষণ অতিরিক্ত দাঁড়াচ্ছে। ট্রেনের গার্ড এটা খেয়াল রাখেন, সব যাত্রী উঠতে বা নামতে পারলেন কিনা। সেই কারণে ভিড়ের চাপ বেশি থাকলে কিছুক্ষণ অতিরিক্ত সময় ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকতে পারে।

কল্যাণীর আইটিআইয়ের পুজো

শেষ চারদিন ধরে ভিড় উপচে পড়ছে কল্যাণীর আইটিআইয়ের পুজোয়। লুমিনাস ক্লাবের পুজো দেখতে ভিড় সপ্তমী থেকে জন সমুদ্রের আকার নিয়েছে। লুমিনাস ক্লাবের উদ্যোক্তারা জানিয়েছেন, সপ্তমীর সন্ধ্যা থেকে অষ্টমীর ভোর রাত পর্যন্ত মানুষের জন প্লাবন ছিল তাঁদের পুজো দেখতে আসার জন্য। কল্যাণী রোড প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল ভিড়ের কারণে। অষ্টমীর ভোর রাতেও কল্যাণী স্টেশনের চিত্র দেখে অবাক হয়েছেন অনেকে।


চমকপ্রদ প্যান্ডেল

গত কয়েক বছরের ন্যায় এবারের পুজোতেও মণ্ডপ নির্মাণে তাক লাগিয়ে দিয়েছে কল্যাণীর আইটিআই লুমিনাস ক্লাবের পুজো। চিনের বিলাস বহুল হোটেল Grand Lisboa Macau এর অনুকরণে এবার তৈরি করা হয়েছে মণ্ডপ। মণ্ডপের অন্যতম বিশেষ আকর্ষণ লাইটের কাজ। কাঁচের টুকরো দিয়ে মণ্ডপ, মণ্ডপের ভেতর কাঁচের কারুকার্যের মধ্যে আলো আঁধারির খেলা এবং লেজার শোয়ের কারণে এই মণ্ডপ দর্শনার্থীদের কাছে আরও মোহময়ী হয়ে উঠেছে।

Kalyani ITI More Durga Puja 2023 : জন সুনামি কল্যাণী আইটিআই ক্লাবের পুজোয়, রাতের স্পেশাল ট্রেনে সবার গন্তব্যই লুমিনাস!
কিছুদিন আগেই জেলা ভিত্তিক সেরা শারদ সম্মান ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। সেইমতো নদিয়া জেলার কল্যাণীর আইটিআই লুমিনাস ক্লাবের পুজো সেরার সেরা নির্বাচিত হয়েছে। এরপর থেকেই পর্যটকদের উন্মাদনা আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। ক্লাবের উদ্যোক্তারা জানিয়েছেন, সপ্তমীর রাতেই কয়েক লাখ দর্শক এসেছেন বলে তাঁরা অনুমান করছেন। আগামী দুদিন ভিড়ের পরিমাণ আরও বাড়বে বলেই মনে করছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *