Kolkata Road Accident: পুজোয় প্রেমিকের হাত ধরে ঠাকুর দেখার আকাঙ্খা, ছোট্ট ভুলে আর ফেরা হল না বাড়ি – massive bike accident of a couple at kolkata kamalgazi


পুজোর কটা দিনই তো নিয়ম নিষেধের বাঁধন উড়িয়ে মজার সময়। উৎসবের রঙে মেতে থাকা প্রেমিক যুগলও ভেবেছিলেন তাই। সহজেই মিলেছিল বাড়ি থেকে রাতভর ঠাকুর দেখার অনুমতি। ঠাকুর দেখে বেরিয়ে পথেই ঘটল বিপত্তি। পুজোর অষ্টমীতেই বিসর্জনের শোক কামালগাজিতে।

প্রেমিকের সঙ্গে বাইকে করে ঠাকুর দেখতে বেরিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল প্রেমিকার ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি প্রেমিক ৷ ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কামলগাজি ফ্লাইওভারে ৷ আহত যুবকের নাম আকাশ মণ্ডল। মৃতা কিশোরীর নাম রোশনি খাতুন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, আকাশ মণ্ডল যুবকের সঙ্গে বাইকে চেপে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন রেশমি। কামালগাজি সেতু ধরে এলাচির দিকে ছিল তাদের গন্তব্য। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। অনুমান তাদের বাইকে ধাক্কা মারে অন্য বাইক। তবে এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি অন্য কোনও বাইকের৷ এখনও পর্যন্ত স্পষ্ট নয় দুর্ঘটনার কারণ।

পরিবার সূত্রে খবর, প্রেমিক আকাশ মণ্ডলের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিল ফরতাবাদের বাসিন্দা একাদশ শ্রেণীর পড়ুয়া রেশমি খাতুন ৷ প্রেমিক তৃতীয় বর্ষের ছাত্র। অষ্টমীর সকালে তারা কামলগাজি ফ্লাইওভার ধরে তারা এলাচির দিকে যাওয়ার পথে আচমকা ডিভাইডারে ধাক্কা মারে ৷ মনে করা হচ্ছে অন্য কোনও বাইকের ধাক্কাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা। গুরুতর চোট পান রেশমি ৷ রক্তাক্ত অবস্থায় তাদের রাস্তায় পড়ে থাকতে দেখে খবর যায় পুলিশে। তারা এসে দুজনকে উদ্ধার করে বাঘাযতীন স্টেট হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের শত চেষ্টা সত্ত্বেও রোশনিকে বাঁচানো সম্ভব হয়নি। আকাশ নামের যুবকের অবস্থাও আশঙ্কাজনক। জানা গিয়েছে, দুজনের কারও মাথাতেই ছিল না হেলমেট। এর ফলে দুর্ঘটনায় দুজনেরই সাংঘাতিক আঘাত লাগে। এত সচেতনতা প্রচার সত্ত্বেও হেলমেট না পরায় খেসারত দিতে হল রোশনিকে।
ঠাকুর দেখে ফেরার পথে ভয়াবহ কাণ্ড, বাইকের পেছনে বসে স্বামীর গলার কেটে দিল স্ত্রী

এদিন পরে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ডিভাইডারের গায়ে রক্ত লেগে রয়েছে ৷ পাশেই পড়ে রয়েছে জুতো, হেলমেট এমনকি গাড়ির নাম্বার প্লেটও ৷ পরে পুলিশ গিয়ে ঘটনাস্থলে গিয়ে বাইকের নানান সামগ্রী উদ্ধার করে ৷ উদ্ধার করা হয় জুতো, হেডফোন, গাড়ির নাম্বার প্লেট, রক্তমাখা ওড়না ৷ এই উড়ালপুলে দুর্ঘটনা নিয়ে সরব নিত্যযাত্রীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *