Medinipur Durga Puja Pandal 2023: ইলোরা মন্দির থেকে থিম জল সংকট, মেদিনীপুরের সেরা ৫ এই পুজো মণ্ডপগুলি দেখেছেন? – paschim medinipur top five puja pandal and their theme details are here


দেখতে দেখতে হাজির অষ্টমী তিথি। মধ্য় গগনে উৎসবের মেজাজ। প্যান্ডেল হপিংয়ে মেতে রাজ্যবাসী। শহর থেকে গ্রাম, রাজধানী থেকে জেলা রাস্তায় কাতারে কাতারে মানুষের ভিড়। ঠাকুর দেখতে বেরনোর আগে জেনে নিন আপনার জেলার সেরা পুজো কোনগুলি। রইল পাঠকদের বিচারে মেদিনীপুরের সেরা পাঁচ পুজো।

মেদিনীপুর সদর মহকুমায় বিজয়ী রাঙ্গামাটি সার্বজনীন দুর্গোৎসব
দিকে দিকে যখন জলের সংকট ঠিক তখন জল বাঁচানোর বার্তা দিয়ে নজর কাড়ল মেদিনীপুরের রাঙ্গামাটি সার্বজনীন। ৫৫ তম বছরে পড়ল এবারের এই পুজো। মেদিনীপুরের বিগ বাজারের পুজো গুলির মধ্যে অন্যতম পুজো। মণ্ডপ সজ্জাকে ঠিক এমন ভাবেই তুলে ধরা হয়েছে দেখে মনে হচ্ছে গভীর সমুদ্রের অতলে বিরাজ করছেন দেবী। এবারে এই পুজো বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৩ এর বিচারে সেরা পুজোর সম্মান পায়।

ঘাটাল মহকুমায় বিজয়ী সোনাখালি স্কুলপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি
চিঠি, সমাজমাধ্যম আর মোবাইল ফোনের যুগে যা প্রায় অবলুপ্ত! অথচ এই চিঠি ছিল একদিন যোগাযোগের মাধ্যম। আর এই চিঠিকেই এবার থিম হিসেবে তুলে ধরল পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুর সোনাখালী স্কুলপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। কুড়ি তম বর্ষে পদার্পণ করলে এবারের এই পুজো। ঘাটালের বিগ বাজেটের পুজো গুলির মধ্যে এটি অন্যতম। সুকান্ত ভট্টাচার্যের কবিতা রানার থেকে শুরু করে পুরনো দিনের চিঠির নানা কাহিনী তুলে ধরা হয়েছে এবারের মণ্ডপ সজ্জায়। থিমের সাথে সাযুজ্য রেখে ফুটিয়ে তোলা হয়েছে দেবী প্রতিমা। বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৩ এর বিচারে ঘাটাল মহকুমায় সেরা পুজোর সম্মান ছিনিয়ে নিল এই পুজো কমিটি।

খড়গপুর মহকুমায় বিজয়ী নেতাজি ব্যায়ামাগার সার্বজনীন দুর্গা পুজো কমিটি
ঔরঙ্গবাদের ইলোরা মন্দির দেখতে চান! আসতেই হবে খড়্গপুরের নেতাজি বেয়ামাগারের মাঠে। অপরূপ মণ্ডপ শয্যার সাথেই সাজুজ্য রেখে দেবীর প্রতিমা বিরাজ করছে এখানে। বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৩ এর বিচারে সেরা মণ্ডপের পুরস্কার পেলো এবারের এই পুজো মণ্ডপ। ৫৪ তম বর্ষে পদার্পণ করল এবারের এই পুজো। রেল শহর খড়গপুরের বিগ বাজেটের পুজো গুলির মধ্যে এটি অন্যতম। এবার প্রায় ৩৫ লাখ টাকা বাজেট এই পুজোর।

Bankura Durga Puja Pandal 2023 : ‌বুর্জ খলিফা থেকে কোয়েম্বাতুরের আদি যোগীর মন্দির, দেখে নিন বাঁকুড়ার সেরা ১০ পুজো
বিশ্ব বাংলা শারদ সম্মানে ভূষিত মেদিনীপুর শহরের বিবিগঞ্জ সার্বজনীনের প্রতিমা

মেদিনীপুর শহরের বিবিগঞ্জ সার্বজনীনের প্রতিমা এবার মন কাড়ল প্রত্যেকের। সাবেকি দেবীর প্রতিমাকে অপরূপ সাজে সাজিয়ে তোলা হয়েছে এখানে। ৫৭ বছরে পদার্পণ করল এবারের এই পুজো। অপরূপ প্রতিমার টানে প্রচুর মানুষের ভিড় হয় এই পুজো মণ্ডপে। বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৩ এর বিচারে এবার সেরা প্রতিমার পুরস্কার পেল এবারের এই মণ্ডপ। পুরস্কৃত হয়ে উচ্ছ্বসিত উদ্যোক্তারা।

খড়গপুর মহকুমায় বিজয়ী প্রেম বাজার সার্বজনীন দুর্গা পুজো কমিটি
এবার রাজস্থানের সংস্কৃতি তুলে ধরেছে খড়্গপুরের প্রেমবাজার সার্বজনীন দুর্গা পুজো কমিটি। ৬৪তম বর্ষে পদার্পণ করল এবারের এই পুজো। রাজস্থানের ঘুমর নৃত্য থেকে শুরু করে পুতুল নাচ সবই তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায়। থিম মেনে রাজস্থানী সাজে সাজানো হয়েছে দেবী প্রতিমাকে। বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৩ এর বিচারে এবার সেরা মণ্ডপের স্থান দখল করেছে প্রেমবাজার সার্বজনীন। খড়গপুর শহরের বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম এই পুজো। এই পুজোর কটা দিন প্রচুর মানুষের সমাগম হবে মণ্ডপে, আশাবাদী উদ্যোক্তারা।

জেলায় সৌন্দর্য ও কৃষ্টিতে সমৃদ্ধ আরও অনেক পুজো মণ্ডপ রয়েছে। সেই সব পুজোকেও সমানভাবে সম্মান জানাচ্ছে এই সময় ডিজিটাল। শুধু মাত্র পাঠকের মতকেই গুরুত্ব দিয়ে এই পাঁচ পুজোকে বেছে নেওয়া হল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *