Ram Mandir Kolkata: অষ্টমীর বিকেলে জনসমুদ্র! সন্তোষ মিত্র স্কোয়ারে দর্শনার্থীদের ঢুকতে বাধার অভিযোগ – santosh mitra square club member bjp leader sajal ghosh complains that police are stopping audience to enter at ram mandir pandal


তৃতীয়া থেকে পঞ্চমী, ষষ্ঠী- সপ্তমীর ধারা বজায় রেখে অষ্টমীতেও বিকেল গড়াতেই রাজপথে জনসমু্দ্র। আগের দুদিনের রেকর্ড বজায় রেখেই কলকাতার রামমন্দির অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে বিপুল জনতার ঢল। ভিড় ক্রমশ বাড়তে থাকতেই আচমকা সন্তোষ মিত্র স্কোয়ারে দর্শনার্থীদের প্রবেশে বাধার অভিযোগ ক্লাব কর্তাদের। সন্তোষ মিত্র স্কোয়ারের সম্পাদক সজল ঘোষ অভিযোগ করেন, ‘বিকেল হতে না হতেই রাস্তা আটকে দর্শকদের প্রবেশ করতে দিচ্ছে না।’

জানা গিয়েছে, অষ্টমীর বিকেলে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে যাওয়ার অন্যতম রাস্তা বৌবাজার মোড়ের কাছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে গার্ড লাগিয়ে বন্ধ করে দেয় পুলিশ। দর্শকদের ঘুরিয়ে অন্যদিক দিয়ে প্যান্ডেলে প্রবেশ করতে বলা হয় বলে জানা গিয়েছে। এই নিয়ে সরব সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তিনি বলেন, ‘প্রতি বছরের মতো এবারও অত্যাচার শুরু হয়ে গিয়েছে। পাঁচটা বাজতে না বাজতেই মণ্ডপে প্রবেশের গেট বন্ধ করে দিচ্ছে পুলিশ। ভিড় সামলাতে পারছে না নিজেরা!’

একইসঙ্গে সজলবাবুর দাবি, ভিড় সামলাতে পুলিশ যদি এটা করে থাকে তাহলে সেই নিয়ে কিছু বলার নেই। কিন্তু গেট বন্ধ করার আগে একবারও ক্লাব কর্তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করেনি পুলিশ বলে অভিযোগ তাঁর। অন্যদিকে, সন্তোষ মিত্র স্কোয়ারে দায়িত্বে থাকা পুলিশ প্রশাসন জানিয়েছে, ভিড় সামলাতেই এই সিদ্ধান্ত। একসঙ্গে এত মানুষ এতদিক দিয়ে প্রবেশ করলে মুশকিল হবে। তাই পিছনের গেটে সাময়িক গার্ড লাগিয়ে দর্শকদের সামনের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপের সামনের দরজা দিয়ে সমস্ত দর্শকরাই প্রবেশ করতে পারবেন বলে আশ্বস্ত করা হয়েছে। একইসঙ্গে লালবাজারের তরফ থেকেও জানানো হয়েছ, ভিড় সামলাতেই এই সিদ্ধান্ত। দর্শককে প্রবেশে কোনও ভাবেই বাধা দেওয়া হচ্ছে না তাও আশ্বস্ত করেন তারা। পুলিশের তরফে এও বলা হয়, জনতার সুরক্ষাই মূল লক্ষ্য। ভিড়ে অপ্রীতিকর কোনও ঘটনা যাতে না ঘটে তা নিয়ন্ত্রণের জন্যই এই সিদ্ধান্ত।

Kolkata Traffic Police : কোন মণ্ডপ ফাঁকা, কোথায় দীর্ঘ লাইন? ক্লিক করলেই জানতে পারবেন কলকাতার পুজোর হালহকিকত
উল্লেখ্য, বউবাজারের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গেট বন্ধ রাখায় শিয়ালদা স্টেশন থেকে আসা দর্শকদের সামান্য ঘুরে মণ্ডপের সামনের দিকে গেট দিয়ে ভিতরে ঢুকতে হচ্ছে। ফলে আরও বেশিক্ষণ লাগছে মণ্ডপে পৌঁছতে। অষ্টমীর সন্ধেয় রামমন্দির দেখতে আসা উৎসাহী মানুষেরা অবশ্য সব নিয়ম মেনে নির্দিষ্ট পথ ধরেই প্রবেশ করছেন মণ্ডপে বলে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *