Cyclone Hamoon : নবমীর ঝড়বৃষ্টিতে ভেঙে পড়ল লাইটের গেট, হাওড়ায় মাথায় হাত পুজো উদ্যোক্তাদের – howrah durga puja pandal lighting gate broken down by storm


নবমীর দুপুরে ঝড় বৃষ্টির দাপটে ভেঙ্গে পড়ল একটি পুজো মণ্ডপের আলোর গেট। ঘটনাটি ঘটে হাওড়ার আন্দুলের দুইলায় মেঘদূত সংঘের পুজোয়। যদিও ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনার জেরে সাময়িকভাবে আন্দুল রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। নবমীর সন্ধ্যা এখনও বাকি, তার আগে এহেন ঘটনায় রীতিমতো বিপাকে পড়েছেন পুজো উদ্যোক্তারা।

ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ে গেট
জানা গিয়েছে, এদিন দুপুর সওয়া একটা নাগাদ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলে ওই আলোর গেটটি ভেঙে পড়ে রাস্তায়। তবে সেই সময় ওই জায়গায় কেউ না থাকায়, হতাহতের কোনও খবর নেই। ঘটনার পর সাময়িকভাবে বন্ধ হয়ে যায় আন্দুল রোডের যান চলাচল। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যান পুজো কমিটির কর্তা ও স্বেচ্ছাসেবকরা। আধ ঘণ্টার মধ্যে ভেঙে পড়া গেট সরিয়ে ফেলা হয়। তারপর ফের শুরু হয় যান চলাচল। ওই ধরণের ২টি গেট তৈরি করতে প্রায় ১ লাখ টাকা খরচ হয়েছে বলে জানাচ্ছেন ক্লাব কর্তার। সেক্ষেত্রে পুজের সমাপ্তির আগেই এই ঘটনা ঘটায় সমস্যায় পড়েছেন তাঁরা।

দ্রুত শুরু হয় রাস্তা পরিষ্কার
এই প্রসঙ্গে কমিটির এক সদস্য গৌতম চক্রবর্তী বলেন, বিপর্যয় ঘটার সঙ্গে সঙ্গেই গোটা টিম নামানো হয়েছে, যাতে কোনও অসুবিধা না হয়, রাস্তায় যানজট না হয়। আমাদের কমিটি সবসময় প্রস্তুত আছে। এটা দুর্ভাগ্যজনকভাবে ঘটে গিয়েছে। আমাদের দীর্ঘ ১২ বছর ধরে গেট হচ্ছে, এমন কোনওদিনই ঘটেনি। খুব বেশি হলে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আমরা রাস্তাটা পরিষ্কার করে দিয়েছি।’

মন খারাপ উদ্যোক্তাদের
তবে এই ঘটনায় মন খারাপ চেপে রাখেননি গৌতম চক্রবর্তী। তিনি বলেন, ‘খুবই মন খারাপ, আরও একটি গেট আছে, ওটাও খুলিয়ে দেব। আমরা খুবই দুঃখিত। দু’টি গেটে খরচ হয়েছে ১ লাখ টাকা। কিন্তু সেটা মানুষকে দেখাতে পারলাম না।’

প্রসঙ্গত, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়ার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হয়ে গিয়েছে বৃষ্টিপাত। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বয়ে গিয়েছে। এছাড়াও আরও বেশকিছু জায়গায় বেলার দিক থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হতে থাকে। উৎসবের শেষ বেলায় ঠাকুর দেখা থেকে আড্ডা, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরণের পরিকল্পনা ছিল। যদিও আহাওয়ার এই পরিবর্তন সমস্যায় ফেলেছে উৎসবপ্রেমী মানুষকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *