কার্নিভালের দিন মিলবে বাড়তি পরিষেবা
আগামী ২৭ তারিখ, শুক্রবার হতে চলেছে পুজো কার্নিভাল। তার জন্য মেট্রো ব্লু লাইনে, অর্থাৎ উত্তর-দক্ষিণ করিডোরে মিলবে বিশেষ পরিষেবা। মেট্রো চলবে মধ্যরাত পর্যন্ত। ওইদিন ২৩৪টির পরিবর্তে ২৫২টি মেট্রো পাওয়া যাবে। এবার চলুন জেনে নেওয়া যাক, সেই দিনের মেট্রোর সময়সূচি।
প্রথম পরিষেবা
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর উদ্দেশে দিনের প্রথম মেট্রো ভোর ৬টা ৫০ মিনিটে।
দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে ভোর ৬টা ৫০ মিনিটে।
আবার দমদম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে দিনের প্রথম মেট্রো ভোর ৬টা ৫৫ মিনিটে।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়।
শেষ পরিষেবা
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে দিনের শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটের পরিবর্তে ১০টা ৫৮ মিনিটে।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে দিনের শেষ মেট্রো পরিষেবা রাত সাড়ে ৯টার পরিবর্তে রাত্রি ১১টায়।
আবার দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্র রাত্রি ৯টা ৪০ মিনিটের পরিবর্তে রাত্রি ১১টা ১০ মিনিটে ছাড়বে।
আর কবি সুভাষ থেকে দমদমের জন্য শেষ মেট্রো রাত্রি ৯টা ৪০ মিনিটের পরিবর্তে ছাড়বে রাত্রি ১১টা ১০ মিনিটে।
আগেও মিলেছে স্পেশাল সার্ভিস
প্রসঙ্গত, যে কোনও উৎসব অনুষ্ঠান বা ইভেন্টে বিশেষ পরিষেবা দেয় কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। বিগত বছেরগুলির মতো এবারেও পুজোয় স্পেশাল সার্ভিস দেওয়া হয়েছে কলকাতা মেট্রোর পক্ষ থেকে। আজ নবমীতেও, রাতভর চলবে মেট্রো পরিষেবা। এছাড়া পুজোর আগে শপিংয়ের জন্যও শনি ও রবিবারগুলিতে স্পেশ্যাল সার্ভিস পাওয়া গিয়েছে মেট্রোর পক্ষ থেকে। পাশাপাশি আইএসএল-এ মোহনবাগান বা ইস্টবেঙ্গলের খেলার দিনও বিশেষ পরিষেবা পেয়েছেন মানুষ। আর এবার দুর্গাপুজের কার্নিভালেও একইভাবে মানুষের স্বার্থে অতিরিক্ত পরিষেবা দিতে চলেছে মেট্রো। এর ফলে কার্নিভাল দেখে ফেরার ক্ষেত্রে সাধারণ মানুষের বিশেষ সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।