Road Accident,অষ্টমীর রাতে ভয়াবহ দুর্ঘটনা! দর্শনার্থী বোঝাই অটো উলটে আহত একাধিক – four persons injured for a road accident on ashtami durga puja 2023 at raghunathpur south 24 parganas


মহাষ্টমীর রাতে ভয়াবহ দুর্ঘটনা দক্ষিণ ২৪ পরগনা জেলার রঘুনাথপুর এলাকায়। প্রতিমা দর্শনে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি অটো। গুরুতর আহত বেশ কয়েকজন যাত্রী। আহতদের মধ্যে ৪ জনকে কলকাতায় আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে।

কী ঘটেছে ঘটনা?

অষ্টমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বেশ কয়েকজন। কাটর্যালা ব্রিজ সংলগ্ন এলাকায় বাইক অটোর মুখোমুখি সংঘর্ষ। গুরুতর আহত বাইক অটো চালক সহ মোট সাতজন জন।

প্রতিমা দর্শনে বেরিয়ে বিপত্তি

স্থানীয় সূত্রে জানা যায়, রঘুনাথপুর এলাকার বেশ কয়েকজন মহিলা সহ বেশ কয়েকজন যুবক প্রতিমা দেখতে বেরিয়েছিল। কাটর্যালা ব্রিজ সংলগ্ন এলাকায় আসতে না আসতেই সোনপুরের দিক থেকে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজরে অটোতে ধাক্কা মারে। এর ফলে রাস্তার উপরেই উল্টে যায় অটোটি। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

স্থানীয় বাসিন্দারা কী বলছেন?

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠালে অবস্থার অবনতি হওয়ায় চারজনকে আরজিকর হসপিটালের রেফার করা হয়। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, ‘ রাতের দিকে আমরা এখানে বসে গল্প করছিলাম। রাস্তার দিক জোরে একটা আওয়াজ পেয়ে ছুটে যায়। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারায় অটোটি রাস্তায় উল্টে যায়। বেশ কয়েকজন গুরুতর আহত হয়। ঘটনাস্থলে আসে কাশিপুর থানার পুলিশ। কিভাবে হলো এই দুর্ঘটনা তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

Kolkata Road Accident: পুজোয় প্রেমিকের হাত ধরে ঠাকুর দেখার আকাঙ্খা, ছোট্ট ভুলে আর ফেরা হল না বাড়ি
পুজোর দিনেও দুর্ঘটনা

উল্লেখ্য, অষ্টমীর দিন সকালে কামলগাজি ফ্লাইওভারে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাইক আরোহী এক প্রেমিক যুগল দুর্ঘটনার সম্মুখীন হয়। দুর্ঘটনার ফলে যুবক গুরুতর আহত হয় এবং সঙ্গে থাকা কিশোরী প্রাণ হারায়। আহত যুবকের নাম আকাশ মণ্ডল। মৃতা কিশোরীর নাম রোশনি খাতুন। কামলগাজি ফ্লাইওভারে ডিভাইডারে গিয়ে বাইকটি ধাক্কা মারে। ফ্লাইওভারের উপর রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন দুজনে। পুলিশ এসে দুজনকে উদ্ধার করে বাঘাযতীন স্টেট হাসপাতালে নিয়ে যায়। তবে কিশোরীকে বাঁচানো সম্ভব হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *