Santosh Mitra Square Budget: অযোধ্যার ৯০০ কোটির রাম মন্দির এবার সন্তোষ মিত্র স্কোয়ারে, এই পুজোর বাজেট কত জানেন? – santosh mitra square this year theme ayodhya ram mandir here is the budget of the durga puja


অযোধ্যার রামমন্দির তৈরি সম্পূর্ণ হওয়ার আগেই তিলোত্তমার বুকে মাথা তুলে দাঁড়িয়েছে অবিকল সেই মন্দির। মাত্র কয়েক মাসে আর দক্ষ শিল্পীদের হাতযশে তৈরি এই টেম্পোরারি স্থাপত্যের আসলের সঙ্গে ফারাক খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। উদ্বোধনের পর থেকেই এই রাম মন্দির দেখতে উৎসাহী জনতা সন্তোষ মিত্র স্কোয়ারমুখী। উত্তরে শ্রীভূমির ডিজনিল্যান্ড ও দক্ষিণে সুরুচি সঙ্ঘকে কড়া টক্কর দিয়ে এবছরে অন্যতম ক্রাউড পুলার মধ্য কলকাতার এই পুজো মণ্ডপ।

আসল রামমন্দির বানাতে খরচ…

থিমের টক্করের ভিড়ে টেক্কা রামমন্দিরের। আসল মন্দির সম্পূর্ণ হয়ে উদ্বোধনের আগেই যেরকম দক্ষতায় প্রস্তুত নিখুঁত প্রতিলিপি, তা দেখতে দেবীপক্ষের শুরু থেকেই রেকর্ডভাঙা ভিড়। লাখ লাখ মানুষ প্রতিদিন হাজির হচ্ছে এই পুজো মণ্ডপে। লেবুতলা পার্কের মাঠে মাথা তুলে দাঁড়িয়ে প্রায় ছয় তলার বাড়ির উচ্চতার সমান উঁচু সুবিশাল মণ্ডপ। আসল মন্দিরটি গড়তে খরচ বিপুল, কিন্তু কত টাকা খরচে অবিকল রামমন্দিরের আদলে মণ্ডপ বানিয়েছেন পুজো উদ্যোক্তারা, তা জানতে কৌতুহল চরমে।

জানা গিয়েছে, বহু রাজনৈতিক টানাপোড়েন, দাঙ্গা থেকে আইনি জটিলতা পেরিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি সাপেক্ষে ২০২০ সালে অযোধ্যায় রাম মন্দির তৈরি শুরু হয়। সে বছরের ৫ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত মন্দির তৈরির জন্য দ্য শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রে ট্রাস্ট’ খরচ করেছে প্রায় ৯০০ কোটি টাকা। এখনও বহু কাজ অসম্পূর্ণ রয়েছে মূল মন্দিরে। ফলে অযোধ্যার রামমন্দির সম্পূর্ণ হতে আরও ফান্ড প্রয়োজনের সম্ভাবনা।

সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দির বানাতে খরচ কত?

গত ১৯ অগাস্ট পুজো উদ্যোক্তারা ধুমধাম করে প্রকাশ করেন সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম, অযোধ্যার রামমন্দির। এরপর মাত্র দু মাসেরও কম সময়ে তৈরি একেবারে আস্ত সে মন্দির। সন্তোষ মিত্র স্কোয়ারের ক্লাব সম্পাদক এই সময় ডিজিটালকে জানান, এবারে তাদের পুজোর বাজেট ছিল আনুমানিক ২ কোটি টাকার সামান্য বেশি। অর্থাৎ অযোধ্যার ৯০০ কোটির রামমন্দিরের রেপ্লিকা কলকাতায় বানাতে খরচ পড়েছে ২ কোটি টাকার কাছাকাছি।

উল্লেখ্য, বিজেপি কাউন্সিলর সজল ঘোষের ক্লাবের এই পুজো রাজ্য সরকারের তরফে দেওয়া দুর্গা পুজোর অনুদান নিতেও অস্বীকার করে। রাজ্য সরকারের পুজোর অনুদান হিসেবে দেওয়া ৭০ হাজার টাকা ফিরিয়ে দেয় সন্তোষ মিত্র স্কোয়ার। সোশ্যাল মিডিয়ায় সরকারি অনুদান ফিরিয়ে পুজো উদ্যোক্তা বলেন, ‘সরকারি অনুদান দরকার নেই। চাঁদা তুলেই পুজো হবে। মানুষ-দশ টাকা দিন বা ৫০০ টাকা তাতে পুজোর সঙ্গে নিজেকে যুক্ত মনে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *