West bengal Police : শ্রীভূমির প্যান্ডেলে এ কী কাণ্ড! পুলিশের দিকে এগোলেন যুবক, তারপর… – sreebhumi disneyland puja strangers young man distribute chocolate to police personnel inside pandal


দুর্গাপুজো বাঙালির কাছে শুধু উৎসব নয় অন্যতম বড় আবেগও। বছরভর এই চারদিনের জন্য অপেক্ষা করে থাকেন বাঙালিরা। পুজোর কটা দিন কাছের মানুষদের সঙ্গে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা, জমিয়ে পেটপুজো বা নিখাদ আড্ডা মেরে সময় কাটাতে চান সকলে। কিন্তু আমাদের আশেপাশে এমন কিছু মানুষ রয়েছেন, যাঁদের পুজো একটু আলাদা। পেশাগত তাগিদে উৎসবের দিনগুলি তাঁদের অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি কাজ করতে হয়। ইচ্ছে থাকলে পরিবার বা বন্ধুবান্ধবদের সময় দেওয়া হয়ে ওঠে না।

বছরের পর বছর পুলিশকর্মীদের পুজো কাটে এভাবেই। কখনও মণ্ডপে মণ্ডপে উৎসুক দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ, কখনও আবার ট্রাফিক মসৃণ রাখার কঠিন চেষ্টা। দুর্গাপুজোর কয়েকটা দিন সাধারণ দর্শনার্থীর সুবিধার্থে এভাবেই কাটান পুলিশ কর্মীরা। দিনরাত পরিশ্রম করে পুজোর দিন ‘ডিউটি’ করে চলা পুলিশকর্মীদের মুখে ক্ষণিকের হাসি ফোটাতে উদ্যোগী এক যুবক।


পশ্চিমবঙ্গ পুলিশের ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিয়োতে দেখা গিয়েছে এক বিরল মুহূর্ত। মণ্ডপে ঠাকুর দেখতে ঢোকার সময় সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীদের মুখে হাসি ফোটাতে সাধ্যমতো চেষ্টা করেছেন ওই যুবক। শ্রীভূমির মণ্ডপে ঢুকে কোথাও কোনও কর্তব্যরত পুলিশকর্মীকে দেখলেই তাঁর দিকে এগিয়ে গিয়েছেন আগন্তুক। হাত মেলানোর অছিলায় পুলিশকর্মীদের হাতে তুলে দিয়েছেন চকোলেট। অচেনা একজনের থেকে এভাবে চকোলেট পেয়ে হাসি ফুটেছে পুলিশকর্মীদের মুখে। এই ভিডিয়ো শেয়ার করে পশ্চিমবঙ্গ পুলিশ লিখেছে, ‘পুজোর সময় হাসি তাঁদেরও প্রাপ্য।’ যদিও ওই যুবকের নাম-পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি।

Sreebhumi Durga Puja : শ্রীভূমির ডিজনিল্যান্ডে বন্ধ ‘লাইট শো’, পুজো কমিটির সিদ্ধান্তে মন খারাপ দর্শনার্থীদের
যুবকের এই চেষ্টাকে কুর্ণিশ জানিয়েছেন নেটিজেনরাও। ওই ভিডিয়ো পোস্টে নীচে কমেন্ট করে কেউ ওই যুবককে সাধুবাদ জানিয়েছেন। কেউ আবার পুজোর সময় দিনরাত পরিশ্রম করে কর্তব্যে অবিচল থাকার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কর্মীদের ‘স্যালুট’ করেছেন। ইতিমধ্যেই অনেকে এই ভিডিয়ো শেয়ার করেছেন।

শ্রীভূমির মণ্ডপে মানুষের ঢল

মহালয়ার আগে শ্রীভূমির পুজো মণ্ডপ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শ্রীভূমির পুজোর থিম প্যারিসের ডিজনিল্যান্ড। মহালয়ার দিন থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় প্যান্ডেল। তারপর থেকে শ্রীভূমির পুজো থিকথিকে ভিড়। দূর দুরান্ত থেকে মানুষ এসে শ্রীভূমির মণ্ডপে ভিড় জমাচ্ছেন। ভিড়ের চাপ বাড়তে থাকায় পুলিশের পরামর্শে মণ্ডপে বিশেষ লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধের সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। এই পুজোর অন্যতম প্রধান উদ্যোক্তা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। পুলিশের অনুমান পুজোর শেষ দু’দিন শ্রীভূমিতে ভিড় আরও বাড়বে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *