West Bengal Rain : কলকাতা সহ একাধিক জেলায় শুরু তুমুল বৃষ্টি, কখন থামবে দুর্যোগ? জানাল হাওয়া অফিস – rainfall starts in kolkata north 24 parganas and other districts when will it stop


পুজোর একেবারে শেষ লগ্ন। আর সেই সময়ই কার্যত কালো হয়ে এল আকাশ। বইছে সামান্য ঝোড়ো হাওয়া। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে এবং তা সুন্দরবন উপকূলে ধেয়ে আসবে। এদিকে এর প্রভাবে নবমী থেকে একাদশী পর্যন্ত রাজ্যে দুর্যোগের সম্ভাবনা।

শুধু হয়েছে বৃষ্টি, বইছে ঝোড়ো হাওয়া

ইতিমধ্যেই কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়াতে বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে বৃষ্টিপাত। এছাড়াও বইছে ঝোড়ো হাওয়া। শেষ বেলায় খোলা হাওয়ার নীচে বসে সারারাত ম্যাডক্স আড্ডার পরিকল্পনা করে রেখেছিলেন অনেকেই। কিন্তু, সেই সমস্ত প্রত্যাশায় কার্যত জল ঢেলে দিল বৃষ্টিপাত।

কী বলছে হাওয়া অফিস?
নবমীতে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে আগে থেকেই জানিয়েছিল হাওয়া অফিস। কিন্তু, হালকা নয়, মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে।

পুজোর মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নবমীর দিন তা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আপাতত তা উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের কাছে এর ল্যান্ডফল হতে পারে বলে জানা যাচ্ছে।

বাংলাদেশের খেপুপাড়া এবং চট্টগ্রামের মাঝখান দিয়ে এটি তা স্থলভাগে প্রবেশ করতে পারে বুধবার সন্ধ্যায়। আর প্রভাবে নবমী, দশমী এবং একাদশী রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।

আবহাওয়া ২৩ অক্টোবর ২০২৩: বিকেল থেকেই আবহাওয়ার ভোলবদল! নবমীতে কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস
কলকাতা, হাওড়া, হুগলি পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে দিনভর মেঘলা আকাশ এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। একাদশীর দিন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

কখন থামবে বৃষ্টি?
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই বৃষ্টিপাত কখন থামবে? কিন্তু, নবমীতে ম্যাডক্স থেকে শুরু করে অন্য কোনও জায়গায় খোলা আকাশের নীচে আড্ডা দেওয়ার ক্ষেত্রে বাধ সাধতে পারে বৃষ্টিপাত। কারণ আপাতত দক্ষিণবঙ্গে হাওয়া বদলের কোনও সম্ভাবনা নেই।

নবমী নিশি পর্যন্তও থাকবে না খুশির আমেজ? হাওয়া অফিসের দুঃসংবাদ

একাদশীর দিন বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে হাওয়া বদল হবে। পরিষ্কার হবে আকাশ। ২৭ অক্টোবর শুক্রবার অন্যান্য বছরের মতোই চলতি বছরও কার্নিভালের আয়োজন করা হয়েছে। আর এই দিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা এই দিন কলকাতায় নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *