বাড়ির নাড়ু-নিমকি এখন অতীত, দশমীর মাঠ মাতাচ্ছে ৭৫ রকমের রেডিমেড মিষ্টি…।tradition of homemade sweets are no more in bengali culture Vijayadashami observed with readymade sweets from shop


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ বিজয়াদশমী। বাঙালির মিষ্টির দিন। সকাল থেকেই এলাকার মিষ্টির দোকানে উপচে-পড়া ভিড়। এখন তো বাঙালি আর নাড়ু-নিমকিতে সীমাবদ্ধ নেই। ইদানীং সকলেই রেডিমেড মিষ্টির দিকে ঝুঁকেছে।

আরও পড়ুন: Durga Puja 2023: টাকির ইছামতীতে বিসর্জন হল, তবে মিলল কি দুই বাংলার হৃদয়?

এদিন তো নিজে মিষ্টিমুখ করা এবং অন্যকে মিষ্টিমুখ করানোর দিন। বাঙালি তাই আজ মিষ্টি-সন্ধানে ব্যাকুল। তার সেই সন্ধানে আছে সন্দেশ রসগোল্লা পান্তুয়া। এসব একটু সাবেকি। তবে এই সাবেকিতেই আটকে নেই সে। প্রথাগত সন্দেশ রসগোল্লা পান্তুয়ার সঙ্গে নতুন করে যোগ হয়েছে চকোলেট মিষ্টি, ভাপা সন্দেশের মতো একটু ট্রেন্ডি আইটেম। এবার সুগার-ফ্রি মিষ্টির বাজারও ভারী। অনেকেই খুঁজছেন।

তবে, এত কিছুর মধ্যেও রসগোল্লাই যে বাঙালির শ্রেষ্ঠ মিষ্টি, তার প্রমাণও মিলছে। প্রতিটি দোকানেই উপচে পড়ছে রসগোল্লা। তবে এর সঙ্গে রয়েছে আরও ৭০ থেকে ৭৫ রকমের মিষ্টি।

অষ্টমীর অঞ্জলির মতোই দশমীতে মিষ্টিমুখ চিরাচরিত নিয়ম। আগে বাঙালি বাড়িতে মিষ্টি বানাত। নাড়ু নারকোল ছাপা তো ছিলই, হত নিমকি-সহ বিভিন্ন রকমের সুস্বাদু মিষ্টি। বর্তমান প্রজন্মের কাছে সেসব অতীত। এখনকার বাঙালি রেডিমেড মিষ্টির দোকানেই ভিড় বাড়াচ্ছে। 

আরও পড়ুন: Durga Puja 2023: দশমীসন্ধ্যায় প্রথা মেনেই প্রতিমা নিরঞ্জন বেলুড়ে, ধুনুচিনৃত্য সন্ন্যাসীদের…

‘যেও না নবমীনিশি’ বলে কবি আকুল হন বটে, কিন্তু বোধনের পরে স্বাভাবিক নিয়মেই আসে বিসর্জনের লগ্ন। এসেছেও। মঙ্গলবার দশমীতে দুপুরের পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে প্রতিমা নিরঞ্জনের পর্ব। প্রথমে মূলত বাড়ির পুজোগুলির বিসর্জন, পরে বারোয়ারি। জেলায়-জেলায়, মহল্লায়-মহল্লায়, পাড়ায়-পাড়ায় আজ বিষাদের সুর। তবে সেই বিষাদের সুরকে মোলায়েম করে তুলছে মিষ্টিবিনিময়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *