বিজয়ায় দুঃখিত নয় ‘ফরাসনগর’! বিসর্জনের দিনেই সেখানে আবাহনের আনন্দসুর…।Chandannagar not sad as rest of bengal on the day of Vijayadashami as it tunes itself for worshipping Jagaddhatri


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ, মঙ্গলবার দশমীতে রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে প্রতিমা নিরঞ্জনপর্ব। তবে উমাবিদায়ের দিনে সেই অর্থে বিষাদের সুর নেই চন্দননগরবাসীর মনে। বরং এ তাদের আনন্দে মেতে ওঠার প্রস্তুতি-মুহূর্ত। কীসের প্রস্তুতি? কীসের আনন্দ?

আরও পড়ুন: Durga Puja 2023: ‘যেও না নবমীনিশি’ অতীত! আজ দশমীতে দিকে দিকে বিসর্জনের বিষাদসুর…

এক মায়ের বিদায়ের পরে আসছেন আর এক মা। ‘যেও না নবমীনিশি’ বলে তাই চন্দননগরবাসী তত আকুল হন না। আজ, মঙ্গলবার দশমীতে মোটামুটি দুপুরের পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে প্রতিমা নিরঞ্জনের পর্ব। প্রথমে বাড়ির পুজোগুলির বিসর্জন, পরে বারোয়ারির। জেলায়-জেলায়, মহল্লায়-মহল্লায়, পাড়ায়-পাড়ায় আজ বিষাদের সুর। তবে সেই বিষাদে আচ্ছন্ন হয়নি পূর্বতন ফরাসডাঙা তথা চন্দননগর।

চন্দননগরে আসলে বিজয়া দশমীর দিন থেকেই শুরু হয়ে যায় জগদ্ধাত্রী পুজোর কাউন্টডাউন! নিয়মরীতি মেনে দুর্গা পুজোর দশমীর দিনে চন্দননগরে জগদ্ধাত্রীর কাঠামো পুজো হয়। এক মায়ের বিদায়ের দিনেই সেখানে আর এক মায়ের আবাহনের সুর। এবারেও হয়েছে কাঠামো পুজো। এবারেও শোনা গিয়েছে সেই আনন্দসুর।

যেমন, ভদ্রেশ্বর গৌরহাটি তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজো এবার ২৩১তম বর্ষে পড়তে চলেছে। এদের কাঠামো পুজো হয়ে গেল নিয়ম মেনেই। উত্তরাঞ্চল বিবিরহাট জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো, এবার তাদের ৫৭ বছরে পদার্পণ। এখানে এক দিকে যখন উমাকে বরণ করা হয় নিরঞ্জনের আগে, অন্য দিকে হৈমন্তিকাকে আহবানের জন্য হচ্ছে কাঠামোপুজো। জানা গিয়েছে, এবারে তাদের মণ্ডপে চমক থাকবে। মণ্ডপের মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হবে বলে জানান কমিটির সভাপতি।

আরও পড়ুন: Durga Puja 2023: তিনশোর দিকে পা সুরুল জমিদারবাড়ির! রবীন্দ্রনাথও সামিল হতেন এই পুজোয়?

কাঠামো পুজোর পর থেকেই চন্দননগরের জগদ্ধাত্রী মায়ের মূর্তি গড়ার কাজও শুরু হয়। দুর্গা পুজোর এক মাস পরে  হয় জগদ্ধাত্রী পুজো। এদিন কাঠামো পুজোর সময় ক্লাব সদস্যরা উপস্থিত হয়ে অঞ্জলি দেন। উমা কৈলাসে যাবার দিন অপেক্ষা শুরু হয় জগতের ধাত্রীর মর্তে আগমনের। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *