‘যেও না নবমীনিশি’ অতীত! আজ দশমীতে দিকে দিকে বিসর্জনের বিষাদসুর…।rituals of Vijayadashami Immersions of Durga idols in rivers all over the west bengal being started in sad mood


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘যেও না নবমীনিশি’ বলে কবি আকুল হন বটে, কিন্তু বোধনের পরে স্বাভাবিক নিয়মেই তো আসবে বিসর্জনের লগ্ন। এসেছেও। আজ, মঙ্গলবার দশমীতে মোটামুটি দুপুরের পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে প্রতিমা নিরঞ্জনের পর্ব। প্রথমে মূলত বাড়ির পুজোগুলির বিসর্জন, পরে বারোয়ারি। তাই জেলায়-জেলায়, মহল্লায়-মহল্লায়, পাড়ায়-পাড়ায় আজ বিষাদের সুর।

আরও পড়ুন: Durga Puja 2023: তিনশোর দিকে পা সুরুল জমিদারবাড়ির! রবীন্দ্রনাথও সামিল হতেন এই পুজোয়?

প্রতিমা নিরঞ্জন শুরু হয়ে গিয়েছে হাওড়া রামকৃষ্ণপুর ঘাট-সহ অন্যান্য ঘাটেও। ঘাটগুলিতে রয়েছে কড়া নিরাপত্তা। পুরসভার কর্মীরা উপস্থিত রয়েছেন। প্রতিমা জলে পড়ার সঙ্গে সঙ্গেই তা তুলে নেওয়া হচ্ছে। ফুল ও  অন্যান্য আবর্জনা গঙ্গায় ফেলতে দেওয়া হচ্ছে না।

ভাসান শুরু রানাঘাটেও। সেখানেও উৎসবের শেষলগ্ন এসে উপস্থিত। আজ বিকেলবেলা থেকেই সেখানে শুরু হয়ে গিয়েছে ভাসান। নদীয়ার রানাঘাটের বাড়িরপুজোগুলির একে একে ভাসানপর্ব চলছে চূর্ণী নদীতে। ক্রমে আসবে বারোয়ারি।

ওদিকে সকাল থেকেই শিলিগুড়ি লালমোহন মৌলিক নিরঞ্জনঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন। এখানেও মূলত বাড়ির পুজোগুলিরই নিরঞ্জন চলছে। ঘাট জুড়ে প্রশাসনের রয়েছে একাধিক নিরাপত্তামূলক ব্যবস্থাপনা। রয়েছে পুলিসি প্রহরা।

জলপাইগুড়ির বৈকন্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো ৫১৪ বছরের। এই পুজোয় রাজপরিবারের সদস্যদের পাশাপাশি বহু সাধারণ মানুষও বিজয়া দশমীর নিরঞ্জন-উৎসবে অংশ নেন, মহিলারা মাতেন সিঁদুর খেলায়। আজও সেখানে সকাল থেকে সকলে ভিড় জমিয়েছেন। বেলা যত বেড়েছে রাজবাড়ি-চত্বরে বিসর্জন উপলক্ষে ভিড় তত বেড়েছে। রাজপরিবারের রীতি অনুযায়ী, মা’কে রথে করে বিসর্জন ঘাটে নিয়ে যাওয়া হয়। এদিন দুপুর নাগাদ বন্দুক থেকে গুলি ছুড়ে বিসর্জন-পর্ব শুরু হয়। দুপুরে রাজ পরিবারে সদস্যরা রথের দড়ি টেনে রাজবাড়ির পুকুরেই মাকে বিসর্জনে নিয়ে গেলেন।

আরও পড়ুন: Durga Puja 2023: সপ্তমীতেই নরবলি! ৫১৪ বছরের রক্ত-রহস্যময় পুজো আজও ভয় জাগায়…

বিসর্জন-পর্ব শুরু দার্জিলিংয়েও। সেখানেও চলছে সিঁদুরখেলা। এখানে দার্জিলিং ও কার্শিয়াংয়ে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো খুবই প্রাচীন। বহুজনের অংশগ্রহণে সেখানেও জমে উঠেছে নিরঞ্জনের ক্রিয়াকর্ম। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *