সন্তোষ মিত্র স্কোয়ারের ‘রামমন্দির’ মণ্ডপ কবে অবধি খোলা?
ভিড়ের চাপের কারণে অনেকেরই এই পুজো মণ্ডপ দেখার সুযোগ হয়নি। ভিড় ঠেলে তা পুজো মণ্ডপ অবধি পৌঁছতেই পারেননি। সেই সব দর্শনার্থীদের জন্যে বড় সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কমিটির সম্পাদক ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, ‘২৬ অক্টোবর দ্বাদশী অবধি আমাদের পুজো মণ্ডপ খোলা রয়েছে। দ্বাদশী অবধি দর্শনার্থীরা মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে পারবেন। দ্বাদশীর দিনই আমরা প্রতিমা বিসর্জন দেব।’
সন্তোষ মিত্র স্কোয়ার নিয়ে বিতর্ক
শহরের অধিকাংশ বড় পুজোর সঙ্গে শাসকদলের তাবড় নেতামন্ত্রীদের নাম জড়িয়ে রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে শাসকদলের নেতা-মন্ত্রীদের নামেই পুজোর পরিচিতি। সেখানে একমাত্র বিকল্প সন্তোষ মিত্র স্কোয়ার। এই পুজোর প্রধান উদ্যোক্তা কলকাতা পুরসভার ৫০ নম্বরও ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ। পুজোর ভিড় নিয়ে পুলিশের দিকে সম্প্রতি অভিযোগের আঙুল তোলেন তিনি। বিজেপি নেতার দাবি, পুলিশের বৈঠকে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিনিধিদের ডাকা হয়নি। এমনকী দর্শনার্থীর যাতে মণ্ডপে প্রবেশ করতে না পারে, সেই কারণে একাধিক রাস্তা ব্লক করা হয়েছে।
পুজো উদ্বোধন করেন অমিত শাহ
১৬ অক্টোবর এই পুজোর উদ্বোধনের জন্য শহরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারসহ অন্যান্য নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই পুজোয় এসে বলেন, ‘অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগে মধ্য কলকাতায় রামমন্দিরের উদ্বোধন হয়ে গেল।’ যদিও অমিতের এই মন্তব্য নিয়ে তাঁকে পালটা নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে তিনি বলেন, ‘ওঁরা দুর্গাপুজোর কিছুই বোঝে না।’