ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া বসিরহাট মহকুমার টাকি দুর্গাপুজোর ভাসানের জন্য বিখ্যাত। প্রত্যেক বছর ভারত-বাংলাদেশ সীমান্তে ইছামতী নদীর মাঝখানে দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জন হয় নিষ্ঠার সঙ্গে। ইছামতী নদীতে দুর্গা বিসর্জনের সময় দেখা যায় দুই বাংলার মিলনোৎসব। এপারে বসিরহাটের টাকি। ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। অবিভক্ত বাংলায় টাকির ইছামতীর বুকে বিসর্জনের উৎসব প্রাচীনতম ঐতিহ্য। একই নদীর বুকে ভারত বাংলাদেশের নৌকা নামে দু’দেশের প্রতিমা নিয়ে।
