সন্তোষ মিত্র স্কোয়ার ভিড়ে ভিড়
১৬ অক্টোবর সন্তোষ মিত্র স্কোয়ার উদ্বোধনের পর থেকেই প্রচুর মানুষ ‘রামমন্দির’ দেখার জন্য সেখানে ভিড় জমিয়েছেন। পুজোর মধ্যে একদিনও সন্তোষ মিত্র স্কোয়ারে তিল ধারণের জায়গা ছিল না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অযোধ্যার রামলালার মন্দিরের প্রতিলিপি ও দেবী দুর্গার সনাতনী মূর্তি দর্শন করেছেন দর্শনার্থীরা। সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে চোখ ধাঁধানো লাইট-সাউন্ড শো দেখতে দশমীর দিনও প্রচুর মানুষ মধ্য কলকাতার এই পুজো মণ্ডপে ভিড় করেন। যা দেখে মুখে হাসি পুজো উদ্যোক্তাদের।
আর ক’দিন খোলা থাকবে পুজো মণ্ডপ?
পশ্চিমবঙ্গ সরকারের দুর্গাপুজো কার্নিভালে যেসব পুজো কমিটি অংশগ্রহণ করবে না, তাদের ২৬ অক্টোবরের মধ্যে প্রতিমা বিসর্জনের নির্দেশ দিয়েছে প্রশাসন। সন্তোষ মিত্র স্কোয়ার প্রত্যাশিতভাবেই কার্নিভালে অংশগ্রহণ করছে না। তবে বিজয়া দশমীর দিন পুজো উৎসাহীদের জন্য সুখবর দিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। পুজো কমিটির সম্পাদক ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এই সময় ডিজিটালকে বলেন, ‘সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ ২৬ অক্টোবর অবধি খোলা থাকবে। ওই দিন আমরা প্রতিমা বিসর্জন দেব। ততদিন দর্শনার্থীরা দেখার সুযোগ পাবেন।’
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বাজেট
এবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বাজেটওল ছিল বিরাট। পুজো উদ্যোক্তা সজল ঘোষ এর আগেই এই সময় ডিজিটালকে জানিয়েছিলেন তাঁদের তৈরি করা ‘রামমন্দির’-এর এবারের বাজেট প্রায় ২ কোটি টাকা। উল্লেখ্য, অযোধ্যাতে তৈরি হওয়া রামমন্দির তৈরিতে মোট ৯০০ কোটি টাকা খরচ হবে। ২২ জানুয়ারি সেই মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মধ্য কলকাতার পুজোয় বিতর্কে ছোঁয়া
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতে এবারও লেগেছে বিতর্কের হাওয়া! বিজেপি নেতা সজল ঘোষের দাবি, তাঁদের মণ্ডপে ঢোকার একাধিক রাস্তা ব্লক করে দিয়েছে পুলিশ। সেই কারণে দর্শনার্থীদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। অন্যদিকে প্রস্তুতি বৈঠকেও পুলিশের তরফে ক্লাব কর্তৃপক্ষকে ডাকা হয়নি বলে অভিযোগ করেন সজল।