স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়া মহকুমা শাসকের দফতরের সামনে পুজো কমিটিগুলি তাদের অনুষ্ঠান করবে। পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, বৃহস্পতিবার উলুবেড়িয়ার এই কার্নিভ্যালে উলুবেড়িয়ার ১৫টি এবং রানিহাটির একটি পুজো কমিটি অংশ নেবে।
পুজো কার্নিভ্যালে উপস্থিত থাকবেন কারা?
প্রশাসন সূত্রে খবর, আগামিকালের এই কার্নিভ্যালে রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় ছাড়াও একাধিক বিধায়ক, পুলিশ আধিকারিক, জেলা প্রশাসনের পদস্থ কর্তারা উপস্থিত থাকবেন। বৃহস্পতিবারের কার্নিভ্যালের আগে বুধবার তুঙ্গে প্রস্তুতি। বুধবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখেন জেলাশাসক দিপাপ প্রিয়া পি। সঙ্গে ছিলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাসসহ অন্যান্য আধিকারিকরা। কার্নিভ্যালের যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তাঁরা।
কী বলছে প্রশাসন ও স্থানীয় বাসিন্দা?
উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস বলেন, ‘ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। কার্নিভ্যাল সুষ্ঠভাবে সম্পূর্ণ করার জন্য প্রশাসনের সব দফরের পাশাপাশি পুজো কমিটিগুলিকে নিয়ে একাধিকবার বৈঠক করা হয়েছে। বৃহস্পতিবার কার্নিভ্যাল উপলক্ষে বিকেল ৩টের পর থেকে উলুবেড়িয়া শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কার্নিভ্যাল শেষ হওয়ার পর পুজো কমিটিগুলি গঙ্গার নির্দিষ্ট ঘাটে তাদের প্রতিমা নিরঞ্জন করবে। প্রতিমা নিরঞ্জনের জন্য ইতিমধ্যে গঙ্গার ঘাট প্রস্তুত করার পাশাপাশি পুরসভার সাফাই কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।’
স্থানীয় বাসিন্দা অভিজিৎ ঘোষ বলেন, ‘আমাদের এখানে দুর্গাপুজো কার্নিভ্যাল হবে বৃহস্পতিবার। দুর্গাপুজো শেষ, আবার এক বছরের অপেক্ষা। অনেকেই অসুস্থতার কারণে বা অন্য কোনও কারণে ঠাকুর দেখতে যেতে পারেন না। কার্নিভ্যাল হলে তাঁরা এক ছাতার তলায় ঠাকুর দেখতে পারবেন। হয়তো সাময়িক যানজট হবে, কিন্তু সেটার সঙ্গে সবাই মানিয়ে নেবে।’
রেড রোডে পুজো কার্নিভ্যাল
অন্যদিকে ২৭ অক্টোবর রেড রোডে হবে দুর্গাপুজোর কার্নিভ্যাল। দেশ বিদেশের অতিথিদের পাশাপাশি উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার সেরা দুর্গাপুজোগুলি রেড রোডের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেবে। দুর্গাপুজোর কার্নিভ্যাল ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে।