Kalyani ITI More Luminous Club : লুমিনাসের ভিড় এড়াতে ট্রেন না থামানোর সিদ্ধান্ত, কবে স্বাভাবিক হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন? – up sealdah kalyani simanta local will stop kalyani ghoshpara railway station from today 25 october 2023


দুর্গাপুজোয় দর্শনার্থী টানার প্রতিযোগিতায় রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে কল্যাণীর লুমিনাস ক্লাব। দর্শনার্থীদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এই ক্লাবের পুজো। শুধু কল্যাণী বা নদিয়ার মানুষই নন, বিভিন্ন জেলা, এমনকী কলকাতা থেকেও হাজার হাজার লাখ লাখ মানুষ ভিড় জমান সেখানে। উদ্বোধনের পর থেকে শিয়ালদা-কৃষ্ণনগর শাখার মেইন লাইনের প্রায় সমস্ত ট্রেনে, বিশেষত শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকালে দেখা যায় থিকথিকে ভিড়।

ঘোষপাড়া স্টেশনে থামেনি ট্রেন
জনতার ভিড় সামাল দিতে ট্রেনে দাঁড়ানোর ক্ষেত্রে সাময়িকভাবে নয়া নিয়ম নিয়ে আসে রেল। জেলা পুলিশের পরামর্শ মতো পুজোর সময় বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত কল্যাণী ঘোষপাড়া স্টেশনে দাঁড়ায়নি কোনও আপ কল্যাণী সীমান্ত লোকাল। তবে ডাউন কল্যাণী সীমান্ত-শিয়ালদা লোকাল অবশ্য কল্যাণী ঘোষপাড়া স্টেশনে দাঁড়িয়েছিল। অর্থাৎ কল্যাণী সীমান্ত যাওয়ার সময় কোনও ট্রেন ঘোষপাড়া স্টেশনে না দাঁড়ালেও ফিরতি পথে দাঁড়িয়েছিল ট্রেনগুলি।

এই প্রসঙ্গে পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছিলেন, রাজ্য পুলিশের তরফ থেকে বলা হয় যে ওখানে এত ভিড় হচ্ছে, ট্রেন দাঁড় করালে আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে। অর্থাৎ পুলিশের পরামর্শ মতোই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিল রেল। তবে পুজো শেষের পর আবারও ওই বিধিনিষেধ উঠতে চলেছে। বুধবার একাদশী থেকেই কল্যাণী ঘোষপাড়া স্টেশনে দাঁড়াবে আপ কল্যাণী সীমান্ত লোকাল। এই প্রসঙ্গে পূর্ব রেলের সিপিআরও কৌশিম মিত্র বলেন, ‘আজ একাদশী, আজ থেকেই হবে।’

২৭ অক্টোবর বিসর্জন
এদিকে দশমী হয়ে গেলেও, এখনও রয়েছে কল্যাণী লুনিনাস ক্লাবের ঠাকুর। এই প্রসঙ্গে পুজোর অন্যতম উদ্যোক্তা অমিত বিশ্বাস জানান, ২৬ অক্টোবর অবধি দর্শনার্থীরা মণ্ডপ ও দুর্গা প্রতিমা দেখার সুযোগ পাবেন। লুমিনাস ক্লাবের পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা অমিত বিশ্বাস এই সময় ডিজিটালকে জানিয়েছিলেন, ক্লাবের তরফে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ২৭ অক্টোবর প্রতিমা বিসর্জন করা হবে। তবে মণ্ডপ খোলা থাকবে ২৬ অক্টোবর পর্যন্ত। ওইদিন পর্যন্তই মণ্ডপ ও প্রতিমা দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা।

Kalyani ITI More Pandal 2023 : রাজ্যপালের ‘দুর্গারত্ন’ পুরস্কার পাচ্ছে কল্যাণীর লুমিনাস ক্লাব, তালিকায় আর কারা?
নদিয়ায় সেরার সেরা লুমিনাস ক্লাব
প্রসঙ্গত, গতবারের পর এবারেও লুমিনাস ক্লাবের পুজো নিয়ে প্রথম থেকেই চরম উচ্ছ্বাস ও উন্মাদনা দেখা যায় সাধারণ মানুষের মধ্যে। আর উদ্বোধনের পর থেকেই বাড়তে থাকে ভিড়। রাজ্য সরকারের বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৩-এর বিচারেও এই বছর নদিয়া জেলায় সেরার সেরা হয়েছে এই পুজো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *